Ajker Patrika

মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ২৩ মে ২০২২, ১৫: ৩৯
মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

ঝালকাঠিতে মোটরসাইকেলর ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধ নিহত হয়েছেন। ওই বৃদ্ধের বয়স আনুমানিক ৭৫ বছর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল রোববার দুপুরে পৌর এলাকার কৃষ্ণকাঠিতে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সদর উপজেলার বাসস্ট্যান্ড এলাকার কুতুবনগর মাদ্রাসার সামনে সড়ক পারাপারের সময় এক পথচারীকে ধাক্কা দেয় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেল। এতে ওই পথচারী ছিটকে সড়কের পাশে পড়ে যান। তখন মোটরসাইকেলের চালক দ্রুত পালানোর চেষ্টা করেন। এর ঠিক দুই শ গজ দূরে আরেক পথচারীকে ধাক্কায় দেন ওই মোটরসাইকেলচালক। তখন মোটরসাইকেলচালকও ছিটকে পড়েন।

প্রত্যক্ষদর্শী ইমরান হোসেন বলেন, স্থানীয়রা আহত বৃদ্ধকে নিয়ে হাসপাতালে যেতে বলেন ওই মোটরসাইকেলচালককে। বাইক চালক আহত বৃদ্ধকে নিয়ে ঝালকাঠি সদর হাসপাতালে যান। বিকেল ৩টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তানজীলা আক্তার বৃদ্ধকে মৃত ঘোষণা করেন। ততক্ষণে মোটরসাইকেলচালক হাসপাতাল থেকে পালিয়ে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত