Ajker Patrika

বানিয়াচংয়ে দুই আসামি গ্রেপ্তার

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১২: ১১
বানিয়াচংয়ে দুই আসামি গ্রেপ্তার

বানিয়াচংয়ে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন একাধিক গরু চুরি মামলার পলাতক আসামি মোশিক মিয়া (২৮) এবং পরোয়ানাভুক্ত আসামি রুবেল মিয়া (৩২)।

পুলিশ জানায়, গত শুক্রবার দিবাগত রাতে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেনের নির্দেশে থানা–পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়।

আসামি মোশিক মিয়ার নামে বানিয়াচংয়ের একাধিক গরু চুরি মামলার অভিযোগ রয়েছে। অপরদিকে রুবেল মিয়ার নামে ও একাধিক অপরাধ সংঘটনের অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন বলেন, আসামিদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাঁদের কারাগারে পাঠিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত