মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে অনৈতিক কার্যকলাপের অভিযোগে এক প্রবাসীর স্ত্রীকে জুতার মালা পরিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্যের বিরুদ্ধে। গত মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে। তবে গত বুধবার সন্ধ্যার দিকে নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনার পর থেকে লোক লজ্জায় গা ঢাকা দিয়েছেন ওই নারী ও তাঁর পরিবারের সদস্যরা। এ ঘটনা শোনার পরে বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিন্দ্য মণ্ডল ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তখন ওই নারীর সাক্ষাৎ পাননি এই কর্মকর্তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারীর এক প্রতিবেশী বলেন, সকালে ইউপি সদস্য কাউছার চৌধুরীসহ বেশ কিছু লোক এসে প্রবাসীর স্ত্রীর গলায় জুতার মালা পরিয়ে দেন। তাঁকে গালিগালাজ করেন। একপর্যায়ে তাঁরা মারধরও করেন। এ সময় স্থানীয় কয়েকজন মুঠোফোনে এই নির্যাতনের ভিডিও ধারণ করে।
‘ভিডিওতে আপনাকে ওই নারীকে পেটাতে দেখা যায়’ এমন প্রশ্নে ইউপি সদস্য কাউছার চৌধুরী বলেন, ‘আমি পেটাইনি। স্থানীয়রা পিটিয়েছেন।’
ইউপি সদস্য কাওসার চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে একাধিক মানুষের সঙ্গে ওই নারী অবৈধ সম্পর্ক করে আসছিল। গত সোমবার রাতে তাঁর প্রতিবেশী ও স্থানীয়রা এক লোকের সঙ্গে অসামাজিক অবস্থায় হাতেনাতে ধরে ফেলে। স্থানীয়দের খবরের ভিত্তিতে মঙ্গলবার সকালে তিনি ওই এলাকায় যান। এলাকাবাসীই ওই নারীকে পিটিয়েছে। তিনি পেটাননি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিন্দ্য মণ্ডল ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার এসেছিলেন। এ ধরনের কাজ করতে নিষেধ করে গেছেন।
এ বিষয়ে ওই নারীর সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। প্রতিবেশীদের দাবি, তিনি চিতলমারী উপজেলায় তাঁর ভাইয়ের বাড়ি আছেন।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ বলেন, বিষয়টি শোনার পর থেকেই ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদ হোসেন বলেন, বিষয়টি শোনার পরই পুলিশকে অবহিত করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) আনিন্দ্য মণ্ডল ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে ওই নারীকে তাঁরা খুঁজে পাননি। ওই নারীর পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
বাগেরহাটের মোল্লাহাটে অনৈতিক কার্যকলাপের অভিযোগে এক প্রবাসীর স্ত্রীকে জুতার মালা পরিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্যের বিরুদ্ধে। গত মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে। তবে গত বুধবার সন্ধ্যার দিকে নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনার পর থেকে লোক লজ্জায় গা ঢাকা দিয়েছেন ওই নারী ও তাঁর পরিবারের সদস্যরা। এ ঘটনা শোনার পরে বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিন্দ্য মণ্ডল ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তখন ওই নারীর সাক্ষাৎ পাননি এই কর্মকর্তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারীর এক প্রতিবেশী বলেন, সকালে ইউপি সদস্য কাউছার চৌধুরীসহ বেশ কিছু লোক এসে প্রবাসীর স্ত্রীর গলায় জুতার মালা পরিয়ে দেন। তাঁকে গালিগালাজ করেন। একপর্যায়ে তাঁরা মারধরও করেন। এ সময় স্থানীয় কয়েকজন মুঠোফোনে এই নির্যাতনের ভিডিও ধারণ করে।
‘ভিডিওতে আপনাকে ওই নারীকে পেটাতে দেখা যায়’ এমন প্রশ্নে ইউপি সদস্য কাউছার চৌধুরী বলেন, ‘আমি পেটাইনি। স্থানীয়রা পিটিয়েছেন।’
ইউপি সদস্য কাওসার চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে একাধিক মানুষের সঙ্গে ওই নারী অবৈধ সম্পর্ক করে আসছিল। গত সোমবার রাতে তাঁর প্রতিবেশী ও স্থানীয়রা এক লোকের সঙ্গে অসামাজিক অবস্থায় হাতেনাতে ধরে ফেলে। স্থানীয়দের খবরের ভিত্তিতে মঙ্গলবার সকালে তিনি ওই এলাকায় যান। এলাকাবাসীই ওই নারীকে পিটিয়েছে। তিনি পেটাননি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিন্দ্য মণ্ডল ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার এসেছিলেন। এ ধরনের কাজ করতে নিষেধ করে গেছেন।
এ বিষয়ে ওই নারীর সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। প্রতিবেশীদের দাবি, তিনি চিতলমারী উপজেলায় তাঁর ভাইয়ের বাড়ি আছেন।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ বলেন, বিষয়টি শোনার পর থেকেই ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদ হোসেন বলেন, বিষয়টি শোনার পরই পুলিশকে অবহিত করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) আনিন্দ্য মণ্ডল ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে ওই নারীকে তাঁরা খুঁজে পাননি। ওই নারীর পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪