নুরুল আমীন রবীন, শরীয়তপুর
স্থানীয়দের জীবন মান উন্নয়ন ও দেশের অর্থনীতি শক্তিশালী করতে পদ্মা সেতু ঘেঁষা শরীয়তপুরের নাওডোবায় নির্মাণ করা হচ্ছে তাঁতপল্লি। এর নাম শেখ হাসিনা তাঁতপল্লি।
জাজিরা উপজেলার নাওডোবা ও পাশের মাদারীপুর জেলার শিবচরের কুতুবপুরের ১১৯ দশমিক ৭৩ একর জমিতে নির্মাণ করা হচ্ছে এই তাঁতপল্লি। এটি নির্মিত হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান হবে বিপুলসংখ্যক মানুষের। ১ হাজার ৯১১ কোটি টাকা ব্যয়ে নির্মাণকাজ করছে বাংলাদেশ তাঁত বোর্ড।
পদ্মা সেতু ঘিরে ব্যা.পক কর্মযজ্ঞ চলছে শরীয়তপুরের জাজিরা প্রান্তে। সেতুর আশপাশে সরকারি বেসরকারি উদ্যোগে বিভিন্ন শিল্প ও কল কারখানা নির্মাণে উদ্যোগ নেওয়া হয়েছে। শিল্প কারখানা নির্মাণের জন্য জমি ক্রয়ের পর উদ্যোক্তারা রয়েছেন পদ্মা সেতু উদ্বোধনের অপেক্ষায়। এরই অংশ হিসেবে বেকারদের কর্মসংস্থানের জন্য পদ্মা সেতুর জাজিরা প্রান্তে একটি তাঁতপল্লি গড়ে তোলার পরিকল্পনা নেয় সরকার।
প্রকল্প সূত্রে জানা যায়, সরকার তাঁত শিল্পের উন্নয়নে বহুমুখী প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে স্থায়ী তাঁতপল্লি নির্মাণ অন্যতম। শরীয়তপুরের জাজিরার নাওডোবা মৌজায় ৫৯ দশমিক ৭৩ একর ও মাদারীপুরের শিবচরের কুতুবপুর মৌজায় ৬০ একর করে মোট ১১৯ দশমিক ৭৩ একর জমিতে এই শিল্প স্থাপন করা হবে। প্রশাসনিক আদেশের পর জমি অধিগ্রহণের কাজ সম্পন্ন করেছে জেলা প্রশাসন। মাটি ভরাটের মাধ্যমে এখন চলছে ভূমি উন্নয়নের কাজ। এরপর শুরু হবে অবকাঠামো তৈরির কাজ। প্রকল্পের আওতায় তাঁত সংশ্লিষ্ট বিভিন্ন কলকারখানার পাশাপাশি কর্মরত তাঁতিদের জন্য রাখা হয়েছে আবাসন ব্যবস্থা। তাঁতিদের কর্মসংস্থান, দক্ষতা বৃদ্ধি, পণ্যের গুণগতমান উন্নয়ন, বাজারজাতকরণ, পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত, দেশি ও আন্তর্জাতিক বাজারে তাঁতবস্ত্র সরবরাহের মাধ্যমে তাঁতিদের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়েই তাঁত শিল্পটি গড়ে উঠছে। প্রকল্পের আওতায় মোট ৮ হাজার ৬৪টি তাঁত শেড নির্মাণ করা হবে। যেখানে ৮ হাজার ৬৪ তাঁতিকে সরকারি পৃষ্ঠপোষকতা দেওয়া হবে। বার্ষিক উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৪ দশমিক ৩১ কোটি মিটার কাপড়।
পশ্চিম নাওডোবার ইউনিয়নের জমাদ্দারকান্দি গ্রামের বাদল জমাদ্দার বলেন, ‘তাঁত শিল্পের পাশেই আমাদের বাড়ি। প্রকল্প এলাকার সঙ্গেই আমার কিছু ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তাঁতপল্লিকে ঘিরেই এসব প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে। তাঁতপল্লি চালু হলে এখানে লাখ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। মানুষের হাঁকডাকে সব সময় কর্ম ব্যস্ত থাকবে এসব এলাকা।’
নাওডোবা বাজারের ব্যবসায়ী আলতাফ হোসেন বলেন, ‘এই গ্রামটি পদ্মা পাড়ের প্রত্যন্ত এলাকায় হওয়ায় এত দিন উন্নয়নের তেমন কোনো ছোঁয়া লাগেনি। পদ্মা সেতুর জাজিরা প্রান্ত আমাদের গ্রামের ওপর নির্মাণ করা হয়েছে। মূলত পদ্মা সেতুর কাজ শুরু হওয়ার পরই পাল্টে যেতে থাকে আমাদের এলাকার উন্নয়নের চিত্র। এখন আবার নির্মাণ করা হচ্ছে দেশের সবচেয়ে বড় তাঁতপল্লি। এখনই পদ্মা সেতু দেখতে দেশি-বিদেশি পর্যটকেরা ভিড় করছেন এলাকায়। তাঁতপল্লি নির্মাণ শেষ হলে এলাকাটি জমজমাট থাকবে। এলাকার হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।’
জেলা প্রশাসক পারভেজ হাসান বলেন, ‘শেখ হাসিনা তাঁতপল্লি দেশের ঐতিহ্যবাহী শিল্পকে টিকিয়ে রাখার প্রয়াস। এর ফলে উন্নত হবে দেশের তাঁত শিল্প। স্থানীয়দের পাশাপাশি জীবন মানের উন্নয়ন ঘটবে তাঁতিদের। বিপুলসংখ্যক জনগণের কর্মসংস্থান হবে।’
স্থানীয়দের জীবন মান উন্নয়ন ও দেশের অর্থনীতি শক্তিশালী করতে পদ্মা সেতু ঘেঁষা শরীয়তপুরের নাওডোবায় নির্মাণ করা হচ্ছে তাঁতপল্লি। এর নাম শেখ হাসিনা তাঁতপল্লি।
জাজিরা উপজেলার নাওডোবা ও পাশের মাদারীপুর জেলার শিবচরের কুতুবপুরের ১১৯ দশমিক ৭৩ একর জমিতে নির্মাণ করা হচ্ছে এই তাঁতপল্লি। এটি নির্মিত হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান হবে বিপুলসংখ্যক মানুষের। ১ হাজার ৯১১ কোটি টাকা ব্যয়ে নির্মাণকাজ করছে বাংলাদেশ তাঁত বোর্ড।
পদ্মা সেতু ঘিরে ব্যা.পক কর্মযজ্ঞ চলছে শরীয়তপুরের জাজিরা প্রান্তে। সেতুর আশপাশে সরকারি বেসরকারি উদ্যোগে বিভিন্ন শিল্প ও কল কারখানা নির্মাণে উদ্যোগ নেওয়া হয়েছে। শিল্প কারখানা নির্মাণের জন্য জমি ক্রয়ের পর উদ্যোক্তারা রয়েছেন পদ্মা সেতু উদ্বোধনের অপেক্ষায়। এরই অংশ হিসেবে বেকারদের কর্মসংস্থানের জন্য পদ্মা সেতুর জাজিরা প্রান্তে একটি তাঁতপল্লি গড়ে তোলার পরিকল্পনা নেয় সরকার।
প্রকল্প সূত্রে জানা যায়, সরকার তাঁত শিল্পের উন্নয়নে বহুমুখী প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে স্থায়ী তাঁতপল্লি নির্মাণ অন্যতম। শরীয়তপুরের জাজিরার নাওডোবা মৌজায় ৫৯ দশমিক ৭৩ একর ও মাদারীপুরের শিবচরের কুতুবপুর মৌজায় ৬০ একর করে মোট ১১৯ দশমিক ৭৩ একর জমিতে এই শিল্প স্থাপন করা হবে। প্রশাসনিক আদেশের পর জমি অধিগ্রহণের কাজ সম্পন্ন করেছে জেলা প্রশাসন। মাটি ভরাটের মাধ্যমে এখন চলছে ভূমি উন্নয়নের কাজ। এরপর শুরু হবে অবকাঠামো তৈরির কাজ। প্রকল্পের আওতায় তাঁত সংশ্লিষ্ট বিভিন্ন কলকারখানার পাশাপাশি কর্মরত তাঁতিদের জন্য রাখা হয়েছে আবাসন ব্যবস্থা। তাঁতিদের কর্মসংস্থান, দক্ষতা বৃদ্ধি, পণ্যের গুণগতমান উন্নয়ন, বাজারজাতকরণ, পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত, দেশি ও আন্তর্জাতিক বাজারে তাঁতবস্ত্র সরবরাহের মাধ্যমে তাঁতিদের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়েই তাঁত শিল্পটি গড়ে উঠছে। প্রকল্পের আওতায় মোট ৮ হাজার ৬৪টি তাঁত শেড নির্মাণ করা হবে। যেখানে ৮ হাজার ৬৪ তাঁতিকে সরকারি পৃষ্ঠপোষকতা দেওয়া হবে। বার্ষিক উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৪ দশমিক ৩১ কোটি মিটার কাপড়।
পশ্চিম নাওডোবার ইউনিয়নের জমাদ্দারকান্দি গ্রামের বাদল জমাদ্দার বলেন, ‘তাঁত শিল্পের পাশেই আমাদের বাড়ি। প্রকল্প এলাকার সঙ্গেই আমার কিছু ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তাঁতপল্লিকে ঘিরেই এসব প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে। তাঁতপল্লি চালু হলে এখানে লাখ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। মানুষের হাঁকডাকে সব সময় কর্ম ব্যস্ত থাকবে এসব এলাকা।’
নাওডোবা বাজারের ব্যবসায়ী আলতাফ হোসেন বলেন, ‘এই গ্রামটি পদ্মা পাড়ের প্রত্যন্ত এলাকায় হওয়ায় এত দিন উন্নয়নের তেমন কোনো ছোঁয়া লাগেনি। পদ্মা সেতুর জাজিরা প্রান্ত আমাদের গ্রামের ওপর নির্মাণ করা হয়েছে। মূলত পদ্মা সেতুর কাজ শুরু হওয়ার পরই পাল্টে যেতে থাকে আমাদের এলাকার উন্নয়নের চিত্র। এখন আবার নির্মাণ করা হচ্ছে দেশের সবচেয়ে বড় তাঁতপল্লি। এখনই পদ্মা সেতু দেখতে দেশি-বিদেশি পর্যটকেরা ভিড় করছেন এলাকায়। তাঁতপল্লি নির্মাণ শেষ হলে এলাকাটি জমজমাট থাকবে। এলাকার হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।’
জেলা প্রশাসক পারভেজ হাসান বলেন, ‘শেখ হাসিনা তাঁতপল্লি দেশের ঐতিহ্যবাহী শিল্পকে টিকিয়ে রাখার প্রয়াস। এর ফলে উন্নত হবে দেশের তাঁত শিল্প। স্থানীয়দের পাশাপাশি জীবন মানের উন্নয়ন ঘটবে তাঁতিদের। বিপুলসংখ্যক জনগণের কর্মসংস্থান হবে।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫