Ajker Patrika

বিচারপতি নিয়োগে আইন অপরিহার্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১০: ৫৪
বিচারপতি নিয়োগে আইন অপরিহার্য

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, বিচারপতি নিয়োগে আইন করা অপরিহার্য। তাহলে বিচারপতি নিয়োগের কাজটি আরও স্বচ্ছ ও দ্রুত হবে এবং জনগণের মধ্যে বিচারপতি নিয়োগে স্বচ্ছতা সম্পর্কে ভিত্তিহীন ধারণা দূর হবে। গতকাল বুধবার আপিল বিভাগে বিদায়ী সংবর্ধনায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি ও আইনজীবীরা উপস্থিত ছিলেন। প্রধান বিচারপতি বলেন, মামলার সংখ্যার বিচারে বিচারকের সংখ্যাও অপ্রতুল। মামলার জট নিরসনে অধস্তন আদালত থেকে সর্বোচ্চ আদালত পর্যন্ত বিচারকের সংখ্যা দ্বিগুণ করা প্রয়োজন।

একটি স্বাধীন বিচারব্যবস্থার অন্তর্নিহিত শক্তির উৎস হলো জনগণের আস্থা—মন্তব্য করে মাহমুদ হোসেন বলেন, সাধারণ মানুষের এই আস্থা অর্জনের জন্য বিচারকদের একদিকে যেমন উঁচু নৈতিক মূল্যবোধ ও চরিত্রের অধিকারী হতে হবে, তেমনি সদা বিকাশমান ও পরিবর্তনশীল আইন, প্রযুক্তিগত উৎকর্ষ ও সামাজিক মূল্যবোধ বিষয়ে সচেতন থাকতে হবে।

প্রধান বিচারপতি বলেন, ‘আমাদের সংবিধানে রাষ্ট্রের তিনটি অঙ্গ–আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। তিনটি অঙ্গের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কই গণতন্ত্রকে বিকশিত করে। নিঃসন্দেহে বলা যায়, এটা আমাদের সংবিধানের সৌন্দর্য। আইন পেশার সুমহান মর্যাদা রক্ষা করতে সব অনিয়মের বিরুদ্ধে বার ও বেঞ্চকে সোচ্চার থাকতে হবে। আইনজীবী ও বিচারকেরা হচ্ছেন একটি পাখির দুটি ডানার মতো। তাঁদের পরস্পরের প্রতি আস্থার সম্পর্ক বিচারব্যবস্থার গুণগত মান বৃদ্ধি করবে।’

৩০ ডিসেম্বর অবসরে যাচ্ছেন দেশের ২২তম প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। মহান বিজয় দিবস, সাপ্তাহিক ছুটিসহ আজ বৃহস্পতিবার থেকে সুপ্রিম কোর্টের অবকাশ শুরু হচ্ছে। এ হিসাবে গতকাল ছিল তাঁর বিচারিক জীবনের শেষ কার্যদিবস।

শেষ কার্যদিবসে প্রধান বিচারপতিকে সংবর্ধনা দিয়েছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। বারের পক্ষে সহসভাপতি শফিক উল্লাহ সংবর্ধনা দেন। তবে বিএনপিপন্থী আইনজীবীরা তা বর্জন করেন। পরে বারের ব্যানারে সংবাদ সম্মেলন করেন সম্পাদক রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, ‘বারের সভাপতি নেই। সবকিছু জানানোর কথা সম্পাদককে। কিন্তু আমাকে কিছু জানানো হয়নি। বারকে অবজ্ঞার প্রতিবাদে আমরা সংবর্ধনা অনুষ্ঠান বর্জন করলাম।’ এ ছাড়া সংবর্ধনা অনুষ্ঠানের পর বিক্ষোভও করেন বিএনপিপন্থী আইনজীবীরা। তাঁরা এ সময় বর্জন বর্জন বলে স্লোগান দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত