Ajker Patrika

সড়কের জায়গা দখল করে দোকান নির্মাণ

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৭: ১৩
সড়কের জায়গা দখল করে দোকান নির্মাণ

নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের ভূষণগাছায় সরকারি সড়কের জমি নামজারি করে দোকানঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে। আদালত সেখানে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা দিয়েছেন। কিন্তু এ নিষেধাজ্ঞা অমান্য করে ভূষণগাছা গ্রামের বাসিন্দা মসলেম উদ্দিন সাতটি দোকানঘর নির্মাণকাজ করছেন।

পিপরুল ইউনিয়ন ভূমি কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভূষণগাছায় ৫৪ শতক জমি পাটুল-ভূষণগাছা সড়কের অন্তর্ভুক্ত। এ সড়কের একপাশে রয়েছে একটি মসজিদ। ১ নভেম্বর থেকে এ মসজিদে যাতায়াতের একমাত্র সড়কের জমি দখল করে দোকানঘর নির্মাণ শুরু করেন মসলেম উদ্দিন। সরকারি সড়কের জমি দখল করে দোকানঘর নির্মাণে গ্রামবাসী আপত্তি তোলেন। কিন্তু তিনি নির্মাণকাজ বন্ধ করেননি। পরে গ্রামবাসীর পক্ষে ভূষণগাছা জামে মসজিদের সাধারণ সম্পাদক আক্কাছ আলী শেখ বাদী হয়ে নাটোর সিনিয়র সরকারি জজ আদালতে জনসাধারণের চলাচলের অধিকার ফিরে পেতে মামলা করেন।

এ মামলায় মসলেম উদ্দিন ফকির ও জেলা প্রশাসকসহ চারজনকে বিবাদী করা হয়েছে। শুনানি শেষে আদালত চূড়ান্ত আদেশ না হওয়া পর্যন্ত বিবাদীদের এ জমিতে কোনো স্থাপনা নির্মাণ বা জনসাধারণের চলাচল ব্যাহত না করার নির্দেশ দিয়েছেন। আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাতটি দোকানের ইটের স্থাপনা নির্মাণ করেছেন মসলেম উদ্দিন।

মামলার বাদী আক্কাছ আলী বলেন, এ সরকারি সড়ক দিয়ে প্রতিদিন বিভিন্ন যানবাহন ও জনসাধারণ চলাচল করে। দখল করা জমি এসএ ও আরএ খতিয়ানে সরকারি ডহর বলে উল্লেখ আছে। কিন্তু মসলেম উদ্দিন সড়কের জমি দখল করে দোকানঘরগুলো নির্মাণ করছেন। এতে তাঁদের মসজিদে যাতায়াতের পথ বন্ধ হয়ে গেছে।

তবে মসলেম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, জমিদারি আমলে তাঁর শ্বশুর সুজন উদ্দিন প্রামাণিক নালিশি দাগের ৫৪ শতকের মধ্যে ৩৫ শতক জমি বন্দোবস্ত নেন। পরে ভুলবশত হাল খতিয়ানে পুরো জমি ১ নম্বর খাস খতিয়ানে চলে যায়। এই ৩৫ শতক জমি খাস খতিয়ানে অন্তর্ভুক্ত হওয়ায় তিনি নাটোর সহকারী জজ আদালতে সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলায় ১৯৯২ সালে তাঁর পক্ষে রায় হয়। আদালতের রায় পেয়ে ৩৫ শতক জমি নামজারি করেন। বাকি ১৯ শতক জমি সড়ক হিসেবে আছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুখময় সরকার বলেন, এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত