Ajker Patrika

কমলগঞ্জে ১১ জনের মনোনয়ন প্রত্যাহার

আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৫: ৫৬
কমলগঞ্জে ১১ জনের মনোনয়ন প্রত্যাহার

কমলগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীসহ ১১ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন। গত রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।

মনোনয়নপত্র প্রত্যাহার করা চেয়ারম্যান প্রার্থী হলেন-পতনঊষার ইউপির স্বতন্ত্র প্রার্থী মাহমুদুর রহমান, শমশেরনগর ইউপির স্বতন্ত্র প্রার্থী তানিয়া তারিন ও কমলগঞ্জ সদর ইউপির চেয়ারম্যান প্রার্থী মৌরীন কিবরিয়া। এ ছাড়া পতনঊষার, আদমপুর ও মাধবপুর ইউপি থেকে সাধারণ সদস্য প্রার্থী ৮ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন। এর আগে ১৮ ডিসেম্বর আপিলে এক ইউপি সদস্য প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

আগামী ৫ জানুয়ারি উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৪ জন, সদস্য পদে ৩২৭ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০৬ জন বিভিন্ন প্রতীক নিয়ে নির্বাচন করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত