Ajker Patrika

নৌকার ৬ কর্মীকে পিটিয়ে আহত

মান্দা ও বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৩: ৫৮
Thumbnail image

নওগাঁর মান্দায় নৌকা প্রার্থীর ছয়জন কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) আন্ধারিয়াপাড়া গ্রামে মারধরের এ ঘটনা ঘটে।

আহত ছয়জন হলেন আব্দুল মতিন (৪০), হেলাল হোসেন (৩৫), হারুন খান (৩৫), ছারেপ সরদার (৪৫), আনোয়ার হোসেন (৩০) ও আবুল কালাম (৩৫)। তাঁদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মারধরের এ ঘটনায় কাঁশোপাড়া ইউপির স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সাইদুর রহমানসহ ২৯ জনের বিরুদ্ধে মান্দা থানায় মামলা হয়েছে।

এদিকে একই রাতে কুসুম্বা ইউপির বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী নওফেল আলী মণ্ডলের তিনটি প্রচার ক্যাম্প ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে।

কাঁশোপাড়া ইউপির নৌকার প্রার্থী আব্দুল খালেক বলেন, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে আন্ধারিয়াপাড়া এলাকায় প্রচারের সময় নৌকার ছয়জন কর্মীকে পিটিয়ে জখম করা হয়েছে। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের হুকুমে তাঁর কর্মী-সমর্থকেরা এ ঘটনা ঘটিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করে স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান বলেন, ‘মিথ্যা অভিযোগ তুলে আমার ভোটের মাঠ নষ্ট করার অপচেষ্টা করছেন নৌকার প্রার্থী আব্দুল খালেক।’

এ দিকে বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কুসুম্বা ইউপির স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান নওফেল আলী মণ্ডলের কুসুম্বা মোড়, হাজী গোবিন্দপুর ও কুসুম্বা মালপাড়ার প্রচার ক্যাম্প ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় মান্দা থানায় অভিযোগ দিয়েছেন তিনি।

জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, দুটি ঘটনায় অভিযোগ পেয়েছেন তিনি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ইভিএমে পরীক্ষামূলক ভোট

এ দিকে নওগাঁর মান্দা উপজেলার সদর ইউপি এবং বদলগাছী ও পাহাড়পুর ইউপিতে ইভিএমে পরীক্ষামূলক ভোট দিয়েছেন ভোটারেরা। গতকাল শুক্রবার সকাল ১০টায় সদর ইউপির ১০টি কেন্দ্রে একযোগে পরীক্ষামূলক এ ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়।

মান্দা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, ইভিএমে ভোটদান সম্পর্কে অবহিত ও ভোটারদের সংশয় দূর করতে পরীক্ষামূলকভাবে এ উদ্যোগ নেওয়া হয়েছে; যাতে ভোটারেরা নির্বিঘ্নে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন।

এ দিকে বদলগাছী ও পাহাড়পুর ইউপির ১৯টি ভোটকেন্দ্রে ইভিএমের মাধ্যমে প্রতীকী ভোটগ্রহণ করা হয়। বদলগাছী ও পাহাড়পুর ইউপির সব ভোটকেন্দ্রে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ইভিএমের প্রদর্শনী করেছে উপজেলা নির্বাচন কমিশন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সেজারুদ্দিন বলেন, বদলগাছী সদর ও পাহাড়পুর ইউপির সব ভোটকেন্দ্রে ভোটারদের তথ্য যুক্ত করে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে প্রতিটি কেন্দ্রে দুইয়ের অধিক ইলেকট্রনিক ভোটিং মেশিন রাখা হয়। এ ছাড়া একটি নিয়ন্ত্রণ কক্ষ ছিল।

ইভিএমে পরীক্ষামূলকভাবে ভোট দিতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়েছেন বেশ কয়েকজন ভোটার। আবার চেষ্টা করার কথা বলায় তাঁরা বিড়ম্বনায় পড়েন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সেজারুদ্দিন বলেন, সাধারণত একটি মেশিন সর্বোচ্চ ৫০০টি ভোটগ্রহণের জন্য নির্ধারিত। কিছু এলাকায় তার থেকে বেশি ভোটার থাকায় সব নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। তাই এ ধরনের সমস্যা হচ্ছে। ভোটের দিন এ ধরনের সমস্যা হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত