Ajker Patrika

সাধারণ অ্যানেসথেসিয়ার মাধ্যমে অস্ত্রোপচার চালু

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১১: ১৬
সাধারণ অ্যানেসথেসিয়ার মাধ্যমে অস্ত্রোপচার চালু

চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু করা হয়েছে জেনারেল (সাধারণ) অ্যানেসথেসিয়ার মাধ্যমে অস্ত্রোপচার। এর মাধ্যমে প্রসূতি রোগীর পাশাপাশি সাধারণ রোগীদের ছোট ও মাঝারি অস্ত্রোপচার করা যাবে।

গত মঙ্গলবার কলি আকতার নামের ২৮ বছর বয়সী এক নারীর টনসিলেক্টমি অস্ত্রোপচারের মাধ্যমে চালু হয় এ সেবা। এর তত্ত্বাবধানে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাক-কান-গলা বিভাগের জুনিয়র কনসালট্যান্ট মানব কুমার চৌধুরী ও জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া) সৌমেন বড়ুয়া।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতিদের অ্যানেসথেসিয়ার মাধ্যমে অস্ত্রোপচার করা হয়। কিন্তু জেনারেল অ্যানেসথেসিয়ার মাধ্যমে অস্ত্রোপচারের ব্যবস্থা নেই কোনো হাসপাতালে। শুধু পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই প্রথম কোনো রোগীর এ ধরনের অস্ত্রোপচার করা হলো।

সৌমেন বড়ুয়া বলেন, চট্টগ্রামের উপজেলা পর্যায়ে এ ধরনের অস্ত্রোপচার পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য একটি উদাহরণ হতে পারে। এখন থেকে নিয়মিত সাধারণ রোগীদের শিডিউল করে অস্ত্রোপচার করা হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সব্যসাচী নাথ বলেন, ‘পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান বাড়াতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। কিন্তু বিভিন্ন সীমাবদ্ধতার কারণে তা করতে পারছি না। স্বাস্থ্য কমপ্লেক্সে পুরোদমে জেনারেল অ্যানেসথেসিয়া সেবা চালু করা গেলে সাধারণ রোগীরা উপকৃত হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত