কুমিল্লা প্রতিনিধি
লাকসামে মাদ্রাসার জমি দখলের অভিযোগ অবান্তর এবং বিক্ষোভ, মানববন্ধন উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।
গতকাল শনিবার কুমিল্লা শিল্পকলা একাডেমিতে আইসিটি বিভাগ আয়োজিত ‘কুমিল্লা বিভাগীয় স্টার্টআপ ইনকিউবেশন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ‘আমি শুনেছি সরকারি খাস জমিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে ডিসি-ইউএনও গৃহহীনদের ঘর দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন। কুমিল্লা, ঢাকা ও চট্টগ্রামে আমার নিজের বেশ কয়েকটি বাড়ি আছে। সেখানে থাকার লোক নেই। অনেক জমি আছে চাষ করার মানুষ নেই। আমি কেন বাড়ি ও মাদ্রাসার মাত্র ১১ ডেসিম্যাল জমি দখল করতে যাব? যার মূল্য ৫-১০ লাখ টাকার বেশি হবে না। এটি আমার বোধগম্য নয়।’
লাকসাম উপজেলার দোগাইয়া আশরাফিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার জমি দখল করে গৃহহীনদের জন্য ঘর তোলার অভিযোগ তুলে বাংলাদেশ তরিকত ফেডারেশন কুমিল্লা জেলা শাখা। সংগঠনটি ৩ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটি রক্ষা এবং এই নির্মাণকাজে ইন্ধনের অভিযোগে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলামের অপসারণ দাবিতে বিক্ষোভ করে। এ সময় পদুয়ার বাজার এলাকায় তরিকতের নেতা-কর্মীরা শুয়ে মহাসড়ক অবরোধ করেন।
এ প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, ‘আমি যখন শুনেছি, এখানে তাঁদের আপত্তি আছে; সঙ্গে সঙ্গে জেলা প্রশাসককে ফোন করে স্থগিত রাখার কথা বলেছি। কিন্তু আমি যে বিষয়ে কিছুই জানি না তা নিয়ে অভিযোগ তুলে মানববন্ধন, আমার অপসারণের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ করা বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই। আমার মনে হয়, এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ ঘটিয়েছে।’
এ ছাড়া মন্ত্রী বলেন, ‘গণতন্ত্রের প্রতি ন্যূনতম শ্রদ্ধা থাকলে ইসি পুনর্গঠনে বিএনপির অংশ নেওয়া উচিত। যদি সার্চ কমিটিতে নাম না দেয়, নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে সেটি দলের নিজস্ব বিষয়।’
জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার, আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এফ এম আবদুল মঈন প্রমুখ।
লাকসামে মাদ্রাসার জমি দখলের অভিযোগ অবান্তর এবং বিক্ষোভ, মানববন্ধন উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।
গতকাল শনিবার কুমিল্লা শিল্পকলা একাডেমিতে আইসিটি বিভাগ আয়োজিত ‘কুমিল্লা বিভাগীয় স্টার্টআপ ইনকিউবেশন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ‘আমি শুনেছি সরকারি খাস জমিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে ডিসি-ইউএনও গৃহহীনদের ঘর দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন। কুমিল্লা, ঢাকা ও চট্টগ্রামে আমার নিজের বেশ কয়েকটি বাড়ি আছে। সেখানে থাকার লোক নেই। অনেক জমি আছে চাষ করার মানুষ নেই। আমি কেন বাড়ি ও মাদ্রাসার মাত্র ১১ ডেসিম্যাল জমি দখল করতে যাব? যার মূল্য ৫-১০ লাখ টাকার বেশি হবে না। এটি আমার বোধগম্য নয়।’
লাকসাম উপজেলার দোগাইয়া আশরাফিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার জমি দখল করে গৃহহীনদের জন্য ঘর তোলার অভিযোগ তুলে বাংলাদেশ তরিকত ফেডারেশন কুমিল্লা জেলা শাখা। সংগঠনটি ৩ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটি রক্ষা এবং এই নির্মাণকাজে ইন্ধনের অভিযোগে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলামের অপসারণ দাবিতে বিক্ষোভ করে। এ সময় পদুয়ার বাজার এলাকায় তরিকতের নেতা-কর্মীরা শুয়ে মহাসড়ক অবরোধ করেন।
এ প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, ‘আমি যখন শুনেছি, এখানে তাঁদের আপত্তি আছে; সঙ্গে সঙ্গে জেলা প্রশাসককে ফোন করে স্থগিত রাখার কথা বলেছি। কিন্তু আমি যে বিষয়ে কিছুই জানি না তা নিয়ে অভিযোগ তুলে মানববন্ধন, আমার অপসারণের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ করা বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই। আমার মনে হয়, এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ ঘটিয়েছে।’
এ ছাড়া মন্ত্রী বলেন, ‘গণতন্ত্রের প্রতি ন্যূনতম শ্রদ্ধা থাকলে ইসি পুনর্গঠনে বিএনপির অংশ নেওয়া উচিত। যদি সার্চ কমিটিতে নাম না দেয়, নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে সেটি দলের নিজস্ব বিষয়।’
জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার, আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এফ এম আবদুল মঈন প্রমুখ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪