Ajker Patrika

দেশের কৃষকেরা শান্তি ও নিরাপদে আছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৪: ১১
দেশের কৃষকেরা শান্তি ও নিরাপদে আছেন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘শেখ হাসিনার আমলে কৃষকেরা বলে, তারা মায়ের কোলে আছে। মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ ও শান্তি বোধ করে, কৃষকেরা এখন তেমনি মায়ের কোলে আছে।’

গতকাল শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কৃষক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘কৃষক বাঁচাও দেশ বাঁচাও’ দিবস উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় মতিয়া চৌধুরী আরও বলেন, বিএনপি আমলে সারের জন্য আন্দোলনরত কৃষকদের গুলি করে হত্যা করা হয়েছে। কিন্তু শেখ হাসিনার আমলে সারের সমস্যা সৃষ্টি হয় না। বীজের জন্য সমস্যা সৃষ্টি হয় না।

বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, মির্জা ফখরুল ইসলাম প্রতিদিন ভাঙা রেকর্ড বাজান। এই সরকার নাকি সব লুটেপুটে খাচ্ছে। আসলে সরকারের উন্নয়ন সহ্য না হওয়ায় তারা নির্জলা মিথ্যাচার করছে।

কৃষক লীগের সভাপতি সমীর চন্দের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত