Ajker Patrika

পাঁচ মিনিটের পরিকল্পনায় বিয়ে

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৯: ০৪
পাঁচ মিনিটের পরিকল্পনায় বিয়ে

আগুনের খালা শিল্পী সাবিনা ইয়াসমীনের সাবেক স্বামী নৃত্যশিল্পী আমির হোসেন বাবুর ভাগনি তান্না। পারিবারিক নানা অনুষ্ঠানে দেখা হতো দুজনার। আগুন যখন ক্লাস সেভেনে পড়েন, তান্না তখন ক্লাস টুতে। আগুন বলেন, ‘আমি ওকে বলতাম, বড় হয়ে তুই আমার বউ হবি। কোন আবেগ থেকে বলা, তা এখন বলতে পারব না।’

একসময় সাবিনা-বাবুর বিচ্ছেদ হয়ে গেল। অনেক বছর দেখা নেই আগুন ও তান্নার। একদিন শিশু একাডেমিতে আগুনের গানের শো, তান্নারও নাচের শো। কথা হয় দুজনার। আগুন বললেন, ‘তুই বিয়ে করেছিস? বয়ফ্রেন্ড আছে?’ তান্না বললেন, ‘না।’ তান্নার ফোন নাম্বার নিলেন আগুন। ওই রাতেই ফোন করলেন। অনেক কথার পর বিয়ের প্রস্তাবটাও দেন আগুন। কিন্তু তান্না সম্মতি জানান এক মাস পর।

দুই পরিবার রাজি ছিল না। বিয়েটা হলো লুকিয়ে। মাত্র পাঁচ মিনিটের পরিকল্পনায়। খালার বাসায় গিয়ে আগুনকে ফোন করলেন তান্না। আগুন সিদ্ধান্ত নিলেন, কালকেই বিয়ে। ছয় হাজার টাকায় বাসা ভাড়া নিলেন। তান্না বলেন, ‘আমার কখনো বউ সাজা হয়নি। একটা খাট, তোশক, দুটো বালিশ—এভাবেই আমাদের সংসার শুরু। এরপর আগুন একটা শো করত, আমরা সংসারের কিছু কিনতাম। এভাবেই গড়ে ওঠে আমাদের ভালোবাসার সংসার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শতকোটি টাকার পাওনা বকেয়া রেখেই ‘দেশ ছাড়লেন’ ফ্লাইট এক্সপার্টের মালিকেরা

‘অনিয়ম হয়নি’ বলায় এলজিইডি কর্মচারীকে পিটুনি

দলীয় প্রধান আসবেন, তাই পুলিশ এনে খোলা হলো কার্যালয়ের তালা

৪ দাবি নিয়ে মার্কিন চাপ, বাংলাদেশের সায় ৩ শর্তে

যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত