Ajker Patrika

প্লেব্যাকে প্রথম অ্যাশেজ ব্যান্ড

প্লেব্যাকে প্রথম অ্যাশেজ ব্যান্ড

অ্যাশেজ মানেই তারুণ্যের উন্মাদনা। তরুণ প্রজন্মের মাঝে এ ব্যান্ডের জনপ্রিয়তা যে কত ব্যাপক, সেটা তাদের কনসার্টে গেলেই বোঝা যায়। অ্যাশেজের প্রতিটি গানের সঙ্গে কণ্ঠ মেলান শ্রোতারা। অনেকে তাঁদের গানের লাইন স্লোগানের মতো করে প্ল্যাকার্ডে লিখে হাজির হন কনসার্টে। ‘উড়ে যাওয়া পাখির চোখে’, ‘তারাবাতি জ্বলে তারাবাতি নেভে’, ‘এমন চেনা চিনবে লোকে’, ‘কেমন আছো কোথায়’, ‘তামাকপাতা’সহ অ্যাশেজের প্রায় সব গান জনপ্রিয়।

এক যুগের বেশি বয়সী ব্যান্ড অ্যাশেজ প্রথমবারের মতো যুক্ত হলো সিনেমার সঙ্গে। মাহমুদ দিদারের ‘বিউটি সার্কাস’ সিনেমায় ‘নিরুদ্দেশ’ শিরোনামের গানে পাওয়া যাবে তাদের। এই গানের মাধ্যমে ব্যান্ডটির প্লেব্যাকে যাত্রা শুরু হলো। অ্যাশেজের অন্য সব গানের মতো ‘নিরুদ্দেশ’ও তৈরি হয়েছে জুনায়েদ ইভানের লেখা ও সুরে।

রোববার সন্ধ্যায় গানটির কিছু অংশ প্রকাশ করা হয়েছে। কয়েক দিনের মধ্যে বিউটি সার্কাস সিনেমার দৃশ্য জুড়ে বানানো ভিডিওসহ ‘নিরুদ্দেশ’ উপভোগ করতে পারবেন শ্রোতারা, জানিয়েছেন ইভান। তিনি বলেন, ‘বিউটি সার্কাস সিনেমার নির্মাতা মাহমুদ দিদার ভাইয়ের সঙ্গে অনেক আগে থেকেই আমাদের পরিচয়। গান-চলচ্চিত্র নানা বিষয়ে আমাদের আড্ডা হতো। বছর চারেক আগে তিনি এই সিনেমায় গানের ব্যাপারে বলেন। গানের প্রেক্ষাপট ব্যাখ্যা করেন। খারাপ সময় পেরিয়ে একটা মানুষের ঘুরে দাঁড়ানোর যে প্রচেষ্টা, সেটাই এ গানের বিষয়বস্তু।’

সরকারি অনুদানের সিনেমা ‘বিউটি সার্কাস’ মুক্তি পাচ্ছে ২৩ সেপ্টেম্বর। বিউটি নামের এক নারী, যে একটি সার্কাস দল চালায়, তার জীবন-সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে এ সিনেমায়। মাহমুদ দিদারের পরিচালনায় এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আরও আছেন ফেরদৌস আহমেদ, তৌকীর আহমেদ, এ বি এম সুমন, শতাব্দী ওয়াদুদ, মনিষা অর্চি প্রমুখ।

লাইনআপ: অ্যাশেজ ব্যান্ড

জুনায়েদ ইভান (ভোকাল)
সুলতান রাফসান খান (লিড গিটার)
তৌহিদ আহমেদ বিজয় (ড্রামস)
আদনান বিন জামান (কিবোর্ড) ওয়াহিদুজ্জামান তূর্য (বেজ গিটার)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত