নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী গোলাম মোস্তফা শাহরিয়ার (২৩) হলের বারান্দার ছাদ থেকে পড়ে মারা গেছেন। কিন্তু কেন তিনি ছাদ থেকে পড়েছেন সে প্রশ্নের উত্তর মিলছে না। তিনি নিজে ছাদ থেকে ঝাপ দিয়েছিলেন, অসতর্কতায় পড়ে গিয়েছিলেন নাকি কেউ তাঁকে ফেলে দিয়েছে তা কেউ নিশ্চিত নয়। পুলিশ বলছে, শাহরিয়ারের ছাদ থেকে পড়ার কারণ খোঁজা হচ্ছে।
শাহরিয়ারের মৃত্যু ও পরবর্তী পুরো ঘটনা পর্যবেক্ষণ করতে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ইলিয়াস হোসেনকে আহ্বয়ায়ক করে আগামীকাল ৯ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তা ছাড়া হাসপাতালে রাবি শিক্ষার্থীদের মারধরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বিকেল সাড়ে ৪ টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে প্রশাসনের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মৃত ঘোষণা করার পর, শাহরিয়ারকে চিকিৎসা না দেওয়ার অভিযোগ তুলে মারধরের প্রতিবাদে কর্মবিরতিতে যাওয়া ইন্টার্ন চিকিৎসকেরা কাজে ফিরেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার বিকেলে অজ্ঞাতনামা ৩০০ রাবি শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করার পর সন্ধ্যা থেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি শিথিল করা হয়। গতকাল সকাল ৬টা থেকে সবাই কাজে যোগ দেন। তবে শুক্রবার বিকেল পর্যন্ত এ ব্যাপারে কোনো মামলা হয়নি। তবে তাঁদের আলটিমেটাম অনুযায়ী, ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারী রাবি শিক্ষার্থীদের গ্রেপ্তার না হলে তাঁরা কঠোর কর্মসূচি দেবেন বলে জানিয়েছেন। গতকাল সন্ধ্যায় আলটিমেটামের সময় শেষ হয়। আজ শনিবার তাঁরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করবেন। সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক সমুদ্র দাস।
গত বুধবার রাত আটটার দিকে হবিবুর রহমান হলের তৃতীয় ব্লকের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার। এরপর রামেক হাসপাতালে নেওয়া হলে কতর্ব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রামেক হাসপাতালে শাহরিয়ারকে মৃত ঘোষণা করার পর তাঁর চিকিৎসা না পাওয়ার অভিযোগ তোলেন রাবির শিক্ষার্থীরা। সেই রাতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালান। তাঁদের অভিযোগ, চিকিৎসায় অবহেলার প্রতিবাদ করায় ইন্টার্ন চিকিৎসকেরা তাঁদের মারধর করেছেন। এ ঘটনার প্রতিবাদে তাঁরা বিক্ষোভ করতে থাকেন।
পরে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাসের পর রাত ২টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফেরেন। তবে এর আগে রাত সাড়ে ১১টা থেকে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি শুরু করেন।
নগরীর মতিহার থানার ওসি আনোয়ার আলী তুহিন বলেন, ‘শাহরিয়ার ছাদ থেকে পড়ে মারা গেছেন, এটা সত্য। কীভাবে পড়েছেনতা নিয়ে আমাদের তদন্ত চলছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী গোলাম মোস্তফা শাহরিয়ার (২৩) হলের বারান্দার ছাদ থেকে পড়ে মারা গেছেন। কিন্তু কেন তিনি ছাদ থেকে পড়েছেন সে প্রশ্নের উত্তর মিলছে না। তিনি নিজে ছাদ থেকে ঝাপ দিয়েছিলেন, অসতর্কতায় পড়ে গিয়েছিলেন নাকি কেউ তাঁকে ফেলে দিয়েছে তা কেউ নিশ্চিত নয়। পুলিশ বলছে, শাহরিয়ারের ছাদ থেকে পড়ার কারণ খোঁজা হচ্ছে।
শাহরিয়ারের মৃত্যু ও পরবর্তী পুরো ঘটনা পর্যবেক্ষণ করতে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ইলিয়াস হোসেনকে আহ্বয়ায়ক করে আগামীকাল ৯ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তা ছাড়া হাসপাতালে রাবি শিক্ষার্থীদের মারধরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বিকেল সাড়ে ৪ টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে প্রশাসনের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মৃত ঘোষণা করার পর, শাহরিয়ারকে চিকিৎসা না দেওয়ার অভিযোগ তুলে মারধরের প্রতিবাদে কর্মবিরতিতে যাওয়া ইন্টার্ন চিকিৎসকেরা কাজে ফিরেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার বিকেলে অজ্ঞাতনামা ৩০০ রাবি শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করার পর সন্ধ্যা থেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি শিথিল করা হয়। গতকাল সকাল ৬টা থেকে সবাই কাজে যোগ দেন। তবে শুক্রবার বিকেল পর্যন্ত এ ব্যাপারে কোনো মামলা হয়নি। তবে তাঁদের আলটিমেটাম অনুযায়ী, ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারী রাবি শিক্ষার্থীদের গ্রেপ্তার না হলে তাঁরা কঠোর কর্মসূচি দেবেন বলে জানিয়েছেন। গতকাল সন্ধ্যায় আলটিমেটামের সময় শেষ হয়। আজ শনিবার তাঁরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করবেন। সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক সমুদ্র দাস।
গত বুধবার রাত আটটার দিকে হবিবুর রহমান হলের তৃতীয় ব্লকের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার। এরপর রামেক হাসপাতালে নেওয়া হলে কতর্ব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রামেক হাসপাতালে শাহরিয়ারকে মৃত ঘোষণা করার পর তাঁর চিকিৎসা না পাওয়ার অভিযোগ তোলেন রাবির শিক্ষার্থীরা। সেই রাতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালান। তাঁদের অভিযোগ, চিকিৎসায় অবহেলার প্রতিবাদ করায় ইন্টার্ন চিকিৎসকেরা তাঁদের মারধর করেছেন। এ ঘটনার প্রতিবাদে তাঁরা বিক্ষোভ করতে থাকেন।
পরে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাসের পর রাত ২টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফেরেন। তবে এর আগে রাত সাড়ে ১১টা থেকে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি শুরু করেন।
নগরীর মতিহার থানার ওসি আনোয়ার আলী তুহিন বলেন, ‘শাহরিয়ার ছাদ থেকে পড়ে মারা গেছেন, এটা সত্য। কীভাবে পড়েছেনতা নিয়ে আমাদের তদন্ত চলছে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫