Ajker Patrika

কেন্দ্রে উপস্থিতি কম

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১৩: ১৪
কেন্দ্রে উপস্থিতি কম

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান উপনির্বাচনের ভোট গ্রহণ হয় গতকাল বৃহস্পতিবার। উপজেলার ৫৯ কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। তবে উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে আনসার, পুলিশ ছাড়া ভোটারদের উপস্থিতি দেখা যায়নি।

সকাল থেকে দুপুর পর্যন্ত বেশির ভাগ ভোটকেন্দ্র ফাঁকা থাকতে দেখা গেছে। সাধারণ ভোটারদের উপস্থিতি ও ভিড় না থাকায় আলস সময় পার করেন নির্বাচন কর্মকর্তা। অন্যান্য নির্বাচনে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেলেও উপনির্বাচনে কেন্দ্রে এবার তা চোখে পড়েনি।

উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা উমরিত মিয়া বলেন, ‘গ্রামের বেশির ভাগ মানুষ কৃষিকাজে ব্যস্ত। উপনির্বাচন নিয়ে কারও আগ্রহ নেই।’

সুরমা ইউনিয়নের আব্দুর রহিম বলেন, ‘নির্বাচনে ভোটারদের উপস্থিতি কম। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে খবর পাঠানো হলেও অনেকে ভোট দিতে আসেননি।’

নির্বাচনের দায়িত্বে থাকা সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইফুদ্দিন আজকের পত্রিকা বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি।’

গত ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম করোনায় আক্রান্ত হয়ে মারা যান। এরপর চেয়ারম্যান পদটি শূন্য হয়। ১৯ ডিসেম্বর শূন্য পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। উপজেলার ৯ ইউনিয়নে ১ লাখ ৩০ হাজার ৭৬ জন ভোটার রয়েছেন। যাঁদের মধ্যে পুরুষ ৬৪ হাজার ১৩৪ ও মহিলা ভোটার সংখ্যা ৬৫ হাজার ৯৪২ জন। নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুল ইসলাম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী দেওয়ান আল তানভীর আশরাফী বাবু (কাপ পিরিচ), স্বতন্ত্র প্রার্থী আব্দুল বারী (আনারস), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আবু সালেহ (লাঙ্গল)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত