আমিনুল ইসলাম বুলবুল
পরশু বলেছিলাম, ফিফটি-ফিফটি ম্যাচ হবে। কেননা বাংলাদেশ জিতে আসছে, ভারত হেরে আসছে। তারপরে এই মাঠ ছিল দুই দলের জন্যই নতুন। এই মাঠে দুই দলের কৌশল একদমই অন্য রকম ছিল। দেখবেন, ওরা পাশে বেশি খেলেছে। মাঠ সোজা বড়।
আমি প্রথমে যে স্টেটমেন্ট দিতে চাই, আমি মাহমুদউল্লাহ রিয়াদকে অনুভব (মিস) করেছি। এখানে যদি একজন টপ লোয়ার মিডল অর্ডার ব্যাটার থাকত, তাহলে হয়তো জিততে পারতাম আমরা। মোসাদ্দেক আর ইয়াসির থেকে ওই সময় ওভাবে আশা করিনি। কারণ, দুজনই নতুন। কিন্তু ওই সময় আমি মাহমুদউল্লাহকে প্রয়োজন মনে করেছি। সত্যি মাহমুদউল্লাহ দলের জন্য কত প্রয়োজন, আমি তাকে অনুভব করেছি।
আরেকটা স্টেটমেন্ট হচ্ছে, দুর্দান্ত বোলিং পরিচালনা ছিল। খুব বুদ্ধিদীপ্ত বোলিং পরিচালনা হয়েছে গতকাল। কারণ, যে যখন ভালো করছিল, আটকে না রেখে তখন তাকে দিয়েই শেষ করিয়েছে। আমরা জানি, ভারতের ব্যাটিং অর্ডার খুবই শক্তিশালী। এই জায়গায় দেখা গেছে তাসকিন ভালো করছে, ও চার ওভার করেছে। সাকিব ভালো বোলিং করেছে, ও চার ওভার করে ফেলেছে। সুতরাং বোলিং পরিচালনা ছিল ভালো।
লিটন ছিল অসাধারণ। আমাদের বড় ক্ষতিটা হয়ে গেছে বৃষ্টির কারণে। না হয় পরিস্থিতি ভিন্ন হতে পারত। সব মিলিয়ে মনে হয়েছে, গত কয়েক বছরের সেরা ম্যাচটা খেলেছি। এ সংস্করণে হার-জিত থাকতেই পারে। আমি বলব যে খুব কাছে গিয়ে আমরা হেরে গেছি। কিন্তু আমরা ভালো খেলেছি।
বাংলাদেশ যখন দ্বিতীয়বার নামল, একটু পিচ্ছিল ছিল, এভাবে মাঠে খেলানো ঠিক হলো কি না—এগুলো নিয়ে অনেক কথা হচ্ছে। এটা দেখার দায়িত্ব হচ্ছে ফিল্ড আম্পায়ার যারা আছে, তাদের। আগে হচ্ছে গ্রাউন্ডস যারা দেখে, তারা মাঠটা হাতবদল করে আম্পায়ারের কাছে। গাউন্ডসম্যান যদি মনে করে মাঠ প্রস্তুত, তারপর ম্যাচ আম্পায়ার যে আছে, তারা যদি ইচ্ছা পোষণ করে, তখন আর ম্যাচ রেফারির কিছু করার থাকে না। গাউন্ডসম্যান ও অনফিল্ড আম্পায়ার, তাদের সিদ্ধান্ত এটা।
মেলবোর্ন থেকে বলা কঠিন। তারপরও তো মনে হয়নি একবারও যে বল ভিজে যাচ্ছে বেশি। অন্যথায় অশ্বিন তো ওই সময় বল করার কথা না। তবে এটাও ঠিক যে ওরা অক্ষর প্যাটেলকে আর আনেইনি। তার মানে বল ভিজে যাচ্ছিল হয়তো।
বাংলাদেশ বৃষ্টির কাছেই হেরেছে। এই মুহূর্তটাই নষ্ট হয়ে গেছে। তবে একটা কথা যে ইয়াসির আমার ছোট ভাইয়ের মতো বা মোসাদ্দেক। ইয়াসির টি-টোয়েন্টিতে ১১ ম্যাচ খেলেছে, একটা ৩০ আছে মনে হয়। মোসাদ্দেক তো অনেক বেশি ম্যাচ খেলেছে। মাহমুদউল্লাহকে যে কতটা প্রয়োজন ছিল, অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটার যে দরকার ছিল, সেটা আমি অনুভব করেছি। এমন ম্যাচ তো বছরে সব সময় আসে না। আমরা সুযোগ হাতছাড়া করেছি। সেটাই অনুভব করলাম।
পরশু বলেছিলাম, ফিফটি-ফিফটি ম্যাচ হবে। কেননা বাংলাদেশ জিতে আসছে, ভারত হেরে আসছে। তারপরে এই মাঠ ছিল দুই দলের জন্যই নতুন। এই মাঠে দুই দলের কৌশল একদমই অন্য রকম ছিল। দেখবেন, ওরা পাশে বেশি খেলেছে। মাঠ সোজা বড়।
আমি প্রথমে যে স্টেটমেন্ট দিতে চাই, আমি মাহমুদউল্লাহ রিয়াদকে অনুভব (মিস) করেছি। এখানে যদি একজন টপ লোয়ার মিডল অর্ডার ব্যাটার থাকত, তাহলে হয়তো জিততে পারতাম আমরা। মোসাদ্দেক আর ইয়াসির থেকে ওই সময় ওভাবে আশা করিনি। কারণ, দুজনই নতুন। কিন্তু ওই সময় আমি মাহমুদউল্লাহকে প্রয়োজন মনে করেছি। সত্যি মাহমুদউল্লাহ দলের জন্য কত প্রয়োজন, আমি তাকে অনুভব করেছি।
আরেকটা স্টেটমেন্ট হচ্ছে, দুর্দান্ত বোলিং পরিচালনা ছিল। খুব বুদ্ধিদীপ্ত বোলিং পরিচালনা হয়েছে গতকাল। কারণ, যে যখন ভালো করছিল, আটকে না রেখে তখন তাকে দিয়েই শেষ করিয়েছে। আমরা জানি, ভারতের ব্যাটিং অর্ডার খুবই শক্তিশালী। এই জায়গায় দেখা গেছে তাসকিন ভালো করছে, ও চার ওভার করেছে। সাকিব ভালো বোলিং করেছে, ও চার ওভার করে ফেলেছে। সুতরাং বোলিং পরিচালনা ছিল ভালো।
লিটন ছিল অসাধারণ। আমাদের বড় ক্ষতিটা হয়ে গেছে বৃষ্টির কারণে। না হয় পরিস্থিতি ভিন্ন হতে পারত। সব মিলিয়ে মনে হয়েছে, গত কয়েক বছরের সেরা ম্যাচটা খেলেছি। এ সংস্করণে হার-জিত থাকতেই পারে। আমি বলব যে খুব কাছে গিয়ে আমরা হেরে গেছি। কিন্তু আমরা ভালো খেলেছি।
বাংলাদেশ যখন দ্বিতীয়বার নামল, একটু পিচ্ছিল ছিল, এভাবে মাঠে খেলানো ঠিক হলো কি না—এগুলো নিয়ে অনেক কথা হচ্ছে। এটা দেখার দায়িত্ব হচ্ছে ফিল্ড আম্পায়ার যারা আছে, তাদের। আগে হচ্ছে গ্রাউন্ডস যারা দেখে, তারা মাঠটা হাতবদল করে আম্পায়ারের কাছে। গাউন্ডসম্যান যদি মনে করে মাঠ প্রস্তুত, তারপর ম্যাচ আম্পায়ার যে আছে, তারা যদি ইচ্ছা পোষণ করে, তখন আর ম্যাচ রেফারির কিছু করার থাকে না। গাউন্ডসম্যান ও অনফিল্ড আম্পায়ার, তাদের সিদ্ধান্ত এটা।
মেলবোর্ন থেকে বলা কঠিন। তারপরও তো মনে হয়নি একবারও যে বল ভিজে যাচ্ছে বেশি। অন্যথায় অশ্বিন তো ওই সময় বল করার কথা না। তবে এটাও ঠিক যে ওরা অক্ষর প্যাটেলকে আর আনেইনি। তার মানে বল ভিজে যাচ্ছিল হয়তো।
বাংলাদেশ বৃষ্টির কাছেই হেরেছে। এই মুহূর্তটাই নষ্ট হয়ে গেছে। তবে একটা কথা যে ইয়াসির আমার ছোট ভাইয়ের মতো বা মোসাদ্দেক। ইয়াসির টি-টোয়েন্টিতে ১১ ম্যাচ খেলেছে, একটা ৩০ আছে মনে হয়। মোসাদ্দেক তো অনেক বেশি ম্যাচ খেলেছে। মাহমুদউল্লাহকে যে কতটা প্রয়োজন ছিল, অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটার যে দরকার ছিল, সেটা আমি অনুভব করেছি। এমন ম্যাচ তো বছরে সব সময় আসে না। আমরা সুযোগ হাতছাড়া করেছি। সেটাই অনুভব করলাম।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫