Ajker Patrika

দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২০

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১৩: ০২
দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে  আহত ২০

নরসিংদীর শিবপুরের সাধারচর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারণার সময় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।

গত রোববার দুপুরে ও সন্ধ্যায় দুই দফায় ওই ইউনিয়নের কালোয়ার কান্দা গ্রামে ও সৈয়দের খোলা বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় স্বতন্ত্র ও আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। আহতদের নরসিংদী ও শিবপুরের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর অবস্থায় একজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার দুপুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোরশেদ আহামেদ কর্মী সমর্থকদের নিয়ে প্রচারণায় জন্য কালোয়ার কান্দা এলাকায় যান। এ সময় আওয়ামী লীগের প্রার্থী মাছিহুল গনি স্বপনের ভাইসহ কর্মী সমর্থকেরা তাঁদের ওপর হামলা করেন। এতে ১২ জন আহত হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মোরশেদ আহামেদের লোকজন পাল্টা সৈয়দেরখোলা বাজারে আওয়ামী লীগের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরে আওয়ামী লীগের কর্মীরা মোরশেদ আহামেদের নির্বাচনী অফিস ভাঙচুর করে বাড়িতে হামলা করতে যায়। এ সময় পাল্টা হামলায় আওয়ামী লীগের

প্রার্থী মাছিহুল গনি স্বপনের ভাই জাহিদসহ ৮ আহত হয়।

শিবপুর মডেল থানার উপপরিদর্শক (এএসআই) আফজাল হোসেন বলেন, নির্বাচনী বিরোধে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত