Ajker Patrika

একঝাঁক তরুণের গল্প ‘ইন্টার্নশিপ’

একঝাঁক তরুণের গল্প ‘ইন্টার্নশিপ’

পড়াশোনার পর্ব শেষ হওয়ার পর, চাকরিজীবনে প্রবেশের আগে প্রায় সবাইকে ইন্টার্নশিপের অভিজ্ঞতা নিতে হয়। সাধারণত এ প্রক্রিয়ার মধ্য দিয়ে অনেক কোম্পানি জনবল নিয়োগ দেয়। সেই ইন্টার্নশিপজীবনের নানা গল্প এবার দেখা যাবে বাংলা ওয়েব সিরিজে। রেজাউর রহমানের পরিচালনায় চরকিতে আসছে ৬ পর্বের সিরিজ ‘ইন্টার্নশিপ’।

এ সিরিজে মূল চরিত্রে অভিনয় করেছেন সৌম্য জ্যোতি। শিল্পী দম্পতি বৃন্দাবন দাস ও শাহনাজ খুশির ছেলে সৌম্য ইদানীং অভিনয়ে পরিচিতি পাচ্ছেন। হইচইয়ের ‘কাইজার’সহ একাধিক সিনেমা ও সিরিজে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। ‘ইন্টার্নশিপ’ সিরিজের অভিজ্ঞতা নিয়ে সৌম্য বলেন, ‘বর্তমান বাস্তবতার সঙ্গে গল্পের খুবই মিল। সবাই প্রায় সমবয়সী হওয়ায় শুটিংয়ের সময়টা বেশ উপভোগ করেছি। এই ধরনের সিচুয়েশনাল কমেডি আগে করিনি। চাকরির প্রথম দিন থেকে মাসের শেষ পর্যন্ত বিভিন্ন ছোট ছোট বিষয় তুলে ধরা হয়েছে।’

সিরিজে সৌম্য ছাড়াও দেখা যাবে বর্তমান সময়ের একঝাঁক তরুণ অভিনয়শিল্পীদের। আছেন শম্পা রেজা, মীর রাব্বী, সারা আলম, সাদিয়া আয়মান, তাসলিমা হোসেন নদী, প্রিয়ন্তি উর্বি, মাখনুন সুলতানা মাহিমা, সাইফ ইমাম, অর্পন চাকমা, নাফিস আহমেদ, মুকুল সিরাজ প্রমুখ। চিত্রনাট্য লিখেছেন কারিনা কাইসার। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে শিগগিরই প্রচার হবে ‘ইন্টার্নশিপ’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

অদৃশ্য শর্তে বাংলাদেশের জন্য ট্রাম্পের ১৫% শুল্ক ছাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত