কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তিনটি কলেজ চলছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে। কলেজ তিনটি হলো কুটি মিয়া আবদুল্লাহ ওয়াজেদ মহিলা ডিগ্রি কলেজ, কসবা টি আলী ডিগ্রি কলেজ ও সৈয়দাবাদ সরকারি আদর্শ মহাবিদ্যালয়। কলেজ তিনটিতে পূর্ণাঙ্গ অধ্যক্ষ না থাকায় শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রশাসনিক কার্যক্রম।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার কুটিতে অবস্থিত মিয়া আবদুল্লাহ ওয়াজেদ মহিলা ডিগ্রি কলেজ প্রায় এক যুগ ধরে চলছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে। ২০১১ সালে প্রথমবার, পরে ২০১৬ ও ২০১৭ সালে আরও দুবার অধ্যক্ষ নিয়োগের চেষ্টা হলেও নিয়োগ হয়নি অধ্যক্ষ। বর্তমানে অ্যাডহক কমিটি দ্বারা পরিচালিত হচ্ছে প্রতিষ্ঠানটি। বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ চালাচ্ছেন প্রায় চার বছর ধরে।
কলেজটিতে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, ইংরেজির প্রভাষক, ইসলামের ইতিহাসের প্রভাষক, অফিস সহায়ক তিনজন ও আয়ার পদ দীর্ঘদিন ধরে শূন্য।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুলতান কবির আহাম্মদ খান জানান, অধ্যক্ষ নিয়োগের বিষয়ে আলোচনা চলছে।
এদিকে উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত কসবা টি আলী ডিগ্রি কলেজটি চার বছর ধরে চলছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে। জানা গেছে, অধ্যক্ষ তোফাজ্জল হোসেনের বিদায়ের পর তৎকালীন ব্যবস্থাপনা কমিটি উপাধ্যক্ষকে দায়িত্ব না দিয়ে কলেজের জ্যেষ্ঠ শিক্ষক হুমায়ুন কবিরকে দায়িত্ব দেয়। এতে শিক্ষকদের মধ্যে বিভক্তি সৃষ্টি হয় এবং এ নিয়ে উচ্চ আদালতে মামলা গড়ায়। একপর্যায়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালতের আপিল ডিভিশনের নির্দেশনা অনুযায়ী উপাধ্যক্ষ বহাল রাখা হয়। পরে ২০১৮ সালের ৩১ জুলাই উপাধ্যক্ষ আবুল কালাম আজাদ ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, একদিকে করোনা অন্যদিকে পূর্ণাঙ্গ কমিটি না থাকায় অধ্যক্ষ নিয়োগের বিষয়ে কার্যক্রম চালানো যায়নি। বর্তমানে কলেজের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে এবং অধ্যক্ষ নিয়োগের ব্যাপারে পরিচালনা পর্ষদের সভায় আলোচনা হয়েছে। কলেজটিতে পাঁচটি পদ শূন্য রয়েছে। শূন্য পদগুলো নিয়োগের ব্যাপারে প্রচেষ্টা চলছে।
অন্যদিকে সৈয়দবাদ আদর্শ মহাবিদ্যালয় ডিগ্রি কলেজও সাড়ে চার বছর ধরে চলছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে। সাড়ে চার বছর আগে অধ্যক্ষ আলমগীর হোসেন অবসরে যাওয়ার পর থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন উপাধ্যক্ষ মো. ইসহাক ভুইয়া। তিনিও চার বছর ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে অন্য একজন সিনিয়র শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দিয়ে অবসরে গেছেন। তবে কলেজটি সরকারীকরণ হওয়ায় অধ্যক্ষ নিয়োগের বিষয়টি ঝুলে আছে বলে জানা যায়। এ ছাড়া কলেজটিতে অধ্যক্ষ, উপাধ্যক্ষ ছাড়াও অফিস সহায়ক পদে চারটি শূন্যপদ রয়েছে।
তিন কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম। গতকাল বৃহস্পতিবার ওই তিনটি কলেজের অধ্যক্ষ নিয়োগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিধিমোতাবেক অধ্যক্ষ নিয়োগের কার্যক্রম চলছে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তিনটি কলেজ চলছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে। কলেজ তিনটি হলো কুটি মিয়া আবদুল্লাহ ওয়াজেদ মহিলা ডিগ্রি কলেজ, কসবা টি আলী ডিগ্রি কলেজ ও সৈয়দাবাদ সরকারি আদর্শ মহাবিদ্যালয়। কলেজ তিনটিতে পূর্ণাঙ্গ অধ্যক্ষ না থাকায় শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রশাসনিক কার্যক্রম।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার কুটিতে অবস্থিত মিয়া আবদুল্লাহ ওয়াজেদ মহিলা ডিগ্রি কলেজ প্রায় এক যুগ ধরে চলছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে। ২০১১ সালে প্রথমবার, পরে ২০১৬ ও ২০১৭ সালে আরও দুবার অধ্যক্ষ নিয়োগের চেষ্টা হলেও নিয়োগ হয়নি অধ্যক্ষ। বর্তমানে অ্যাডহক কমিটি দ্বারা পরিচালিত হচ্ছে প্রতিষ্ঠানটি। বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ চালাচ্ছেন প্রায় চার বছর ধরে।
কলেজটিতে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, ইংরেজির প্রভাষক, ইসলামের ইতিহাসের প্রভাষক, অফিস সহায়ক তিনজন ও আয়ার পদ দীর্ঘদিন ধরে শূন্য।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুলতান কবির আহাম্মদ খান জানান, অধ্যক্ষ নিয়োগের বিষয়ে আলোচনা চলছে।
এদিকে উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত কসবা টি আলী ডিগ্রি কলেজটি চার বছর ধরে চলছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে। জানা গেছে, অধ্যক্ষ তোফাজ্জল হোসেনের বিদায়ের পর তৎকালীন ব্যবস্থাপনা কমিটি উপাধ্যক্ষকে দায়িত্ব না দিয়ে কলেজের জ্যেষ্ঠ শিক্ষক হুমায়ুন কবিরকে দায়িত্ব দেয়। এতে শিক্ষকদের মধ্যে বিভক্তি সৃষ্টি হয় এবং এ নিয়ে উচ্চ আদালতে মামলা গড়ায়। একপর্যায়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালতের আপিল ডিভিশনের নির্দেশনা অনুযায়ী উপাধ্যক্ষ বহাল রাখা হয়। পরে ২০১৮ সালের ৩১ জুলাই উপাধ্যক্ষ আবুল কালাম আজাদ ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, একদিকে করোনা অন্যদিকে পূর্ণাঙ্গ কমিটি না থাকায় অধ্যক্ষ নিয়োগের বিষয়ে কার্যক্রম চালানো যায়নি। বর্তমানে কলেজের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে এবং অধ্যক্ষ নিয়োগের ব্যাপারে পরিচালনা পর্ষদের সভায় আলোচনা হয়েছে। কলেজটিতে পাঁচটি পদ শূন্য রয়েছে। শূন্য পদগুলো নিয়োগের ব্যাপারে প্রচেষ্টা চলছে।
অন্যদিকে সৈয়দবাদ আদর্শ মহাবিদ্যালয় ডিগ্রি কলেজও সাড়ে চার বছর ধরে চলছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে। সাড়ে চার বছর আগে অধ্যক্ষ আলমগীর হোসেন অবসরে যাওয়ার পর থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন উপাধ্যক্ষ মো. ইসহাক ভুইয়া। তিনিও চার বছর ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে অন্য একজন সিনিয়র শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দিয়ে অবসরে গেছেন। তবে কলেজটি সরকারীকরণ হওয়ায় অধ্যক্ষ নিয়োগের বিষয়টি ঝুলে আছে বলে জানা যায়। এ ছাড়া কলেজটিতে অধ্যক্ষ, উপাধ্যক্ষ ছাড়াও অফিস সহায়ক পদে চারটি শূন্যপদ রয়েছে।
তিন কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম। গতকাল বৃহস্পতিবার ওই তিনটি কলেজের অধ্যক্ষ নিয়োগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিধিমোতাবেক অধ্যক্ষ নিয়োগের কার্যক্রম চলছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
৪ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪