Ajker Patrika

অস্ত্রসহ পাঁচ যুবক গ্রেপ্তার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১০: ১১
অস্ত্রসহ পাঁচ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে অস্ত্রসহ পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। গতকাল মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন রাউজান থানার উপপরিদর্শক (এসআই) অজয় কুমার পাল। থানা সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার ভোরে রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দায়রা ঘাটায় অভিযান চালিয়ে র‍্যাব-৭ তাদের গ্রেপ্তার করে।

আটক ব্যক্তিরা হলেন, রাঙামাটি পৌরসভার তবলছড়ির কাঠালতলি এলাকার মো. ইব্রাহিম নেওয়াজ (৩০), রাঙ্গুনিয়া ঠান্ডাছড়ির সেগুন বাগান এলাকার মো. রোমান উদ্দিন (৩০), একই এলাকার ইয়াছিন আরাফাত (২৩), মো. শাহজাহান (৩৭) এবং ওমর ফারুক লিটন (৩৪)।

এ সময় তাঁদের কাছ থেকে ৪০০ ইয়াবা, দুটি মোটরসাইকেল, একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও ৩টি তাজা রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

রাউজান থানার উপপরিদর্শক (এসআই) অজয় কুমার পাল বলেন, ৫ যুবককে অস্ত্রসহ র‍্যাব-৭ এর সদস্যরা গ্রেপ্তার করে রাউজান থানায় সোপর্দ করেছে। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত