Ajker Patrika

কণ্ঠনীড়ের ‘সুবর্ণে-৭’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১২: ১৯
কণ্ঠনীড়ের  ‘সুবর্ণে-৭’

সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিজয়ের ৫০তম বার্ষিকী উদ্‌যাপন করেছে বাচিক শিল্পচর্চা কেন্দ্র কণ্ঠনীড়। এ উপলক্ষে গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ছিল নানা আয়োজন।

‘সুবর্ণে-৭’ শীর্ষক অনুষ্ঠানে একক, দ্বৈত ও বৃন্দ আবৃত্তি, কথামালা, কবিতাপাঠ, সংগীত পরিবেশনা করেন সংগঠনটির শিল্পীসহ আমন্ত্রিত অতিথিরা। এতে মুক্তিযোদ্ধা সম্মাননা দেওয়া হয় বীর মুক্তিযোদ্ধা বেগম মুশতারী শফীকে। তিনি অসুস্থ থাকায় তাঁর পক্ষে এ সম্মাননা নেন পুত্র মে’রাজ তাহসীন শফী।

আমন্ত্রিত অতিথি হিসেবে কথামালায় অংশ নেন কবি ও সাংবাদিক ওমর কায়সার, কবি কামরুল হাসান বাদল, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ হাসান, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ রুদ্র, সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের সভাপতি হাসান জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাহফুজ। আবৃত্তি পরিবেশন করেন বিশ্বজিৎ পাল ও শামীমা শিলা। অনুষ্ঠানের শুরুতে দীপান্বিতা চৌধুরীর গ্রন্থনা ও নির্দেশনায় ‘মুজিব, মহাবিজয়ের মহানায়ক’ শীর্ষক বৃন্দ আবৃত্তি পরিবেশন করে কণ্ঠনীড়ের শিশু বিভাগের শিল্পীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত