Ajker Patrika

মানবাধিকার সংগঠনের উদ্বেগ, সুষ্ঠু তদন্ত দাবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১১ মার্চ ২০২২, ১২: ৪৫
মানবাধিকার সংগঠনের উদ্বেগ, সুষ্ঠু তদন্ত দাবি

নগরীতে গ্রেপ্তারের পর র‍্যাবের হেফাজতে থাকা অবস্থায় নুরুল ইসলাম (৬০) নামের বিএনপির সাবেক নেতার মৃত্যুর বিষয়ে র‍্যাবের বলছে, ওই ব্যক্তি হৃদরোগী ছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। তবে র‍্যাবের হেফাজতে মৃত্যু যেভাবেই হোক, মৃত লাশের সুষ্ঠু ময়নাতদন্ত করে প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।

এর আগে নগরের পাঁচলাইশ থানার প্রবর্তক মোড় এলাকা থেকে গত মঙ্গলবার নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। নুরুল ইসলাম রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ছিলেন। র‍্যাব-৭ চট্টগ্রামের জনসংযোগ কর্মকর্তা মো. নুরুল আবছার গতকাল বৃহস্পতিবার আজকের পত্রিকাকে বলেন, তিনি একটি হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। পরোয়ানা মূলে গত মঙ্গলবার তাঁকে হেফাজতে নেওয়া হয়। পরে পরিচয় নিশ্চিত হওয়ার জন্য তাঁকে পতেঙ্গা র‍্যাব-৭ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, পথে তিনি অসুস্থবোধ করলে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে এই মৃত্যুর ঘটনায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ জানিয়েছে। এক বিজ্ঞপ্তিতে এ ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত