Ajker Patrika

নৌকার নির্বাচনী কার্যালয়ে আগুন

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৪: ৪৩
নৌকার নির্বাচনী কার্যালয়ে আগুন

বগুড়ার সারিয়াকান্দিতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাহাম্মাত করিমের প্রচার কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

গত মঙ্গলবার রাত ৮টার দিকে সদর ইউনিয়নের পারতিত পরল গ্রামের উত্তরপাড়ায় এ আগুন দেওয়া হয়। সারিয়াকান্দি থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস জানান, রাত আনুমানিক ৮টার দিকে আগুন লাগার খবর পেয়ে তাঁরা দৌড়ে এসে দেখেন নৌকার নির্বাচনী কার্যালয় জ্বলছে। তারপর তড়িঘড়ি পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পারতিত পরল গ্রামের মাহবুবুর রহমান রুবেল বলেন, ‘আগুনে নৌকা মার্কার অফিসের চেয়ার, টেবিল, পোস্টারসহ নানা জিনিসপত্র পুড়ে গেছে। আমরা সময়মতো আগুন না নেভাতে পারলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা ছিল।’

নৌকার বিদ্রোহী প্রার্থী আব্দুল কাফি মণ্ডলের লোকজন দলীয় প্রতীক না পেয়ে হিংসার বশবর্তী হয়ে এ ঘটনা ঘটাতে পারেন বলে অভিযোগ করেছেন সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান কবির টুটুল। তিনি বলেন, ‘আমি ঘটনার সঙ্গে জড়িতদের অতি দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য জোর দাবি জানাচ্ছি।’

নৌকার প্রার্থী সাহাম্মাত করিম জানান, আগুন নেভানোর সময় সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম আহত হন। তিনি সারিয়াকান্দি হাসপাতালে ভর্তি আছেন। সাহাম্মাত করিমও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

এ বিষয়ে বিদ্রোহী প্রার্থী কাফি মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি বা আমার সমর্থকদের কেউ এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত না।’

সারিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, ‘নৌকার নির্বাচনী কার্যালয়ে আগুন লাগার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগের পরিপ্রেক্ষিতে সঠিক তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সারিয়াকান্দি থানার পরিদর্শক (তদন্ত) লাল মিয়া বলেন, এ বিষয়ে সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম থানায় অভিযোগ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত