Ajker Patrika

মোংলায় চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 
আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১৫: ১৭
মোংলায় চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাগেরহাটের মোংলা-খুলনা মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযানে নেমেছে সড়ক ও জনপথ বিভাগ। গত বুধবার অভিযানের প্রথম দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোংলা-খুলনা মহাসড়কের পাশের মোংলার দিগরাজসহ আশপাশের প্রায় সাড়ে চার শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় মহাসড়কের দিগরাজ, বগুড়া ব্রিজ, ভাগা ও ফয়লাহাট বাসস্ট্যান্ড এলাকার অধিগ্রহণ করা প্রায় ১০ একর সম্পত্তি উদ্ধার করা হয়।

সড়ক ও জনপথ বিভাগের খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা উপসচিব অনিন্দিতা রায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় সড়ক ও জনপথ বিভাগ, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তাসহ সড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উচ্ছেদ অভিযান পরিচালনাকারী অনিন্দিতা রায় বলেন, সড়কটি ছয় লেন করার জন্য সড়কের দুই পাশে ২০ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করা হয়েছে। পাশাপাশি সড়কের পাশে রাখা বিভিন্ন মালামাল অপসারণ করেছেন। যাতে ছয় লেনের কাজে কোনো বাধার সৃষ্টি না হয়।

বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন বলেন, মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান একটি প্রক্রিয়া। তাঁরা উচ্ছেদ অভিযানের আগে সড়কের জমির সীমানা নির্ধারণ ও মাইকিং করে সতর্ক করেছেন। এরপরেও যাঁরা স্থাপনা সরিয়ে নেননি, তাঁদের স্থাপনা অপসারণ কার্যক্রম পরিচালনা করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত