Ajker Patrika

বিধবাকে ধর্ষণের পর হত্যার অভিযোগে ১ জন গ্রেপ্তার

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
Thumbnail image

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিধবাকে ধর্ষণের পর হত্যার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার দুপুরে আবুল কালাম ওরফে রদ্দা কালামকে (৪৮) গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় শুক্রবার বিকেলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি। ভুক্তভোগী বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ধর্ষণের পর হত্যা করেছেন বলে দাবি করেছেন। খাগড়াছড়ি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জ্যেষ্ঠ বিচারক সেঁজুতি জান্নাত ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় এই জবানবন্দি রেকর্ড করেন।

গ্রেপ্তার আবুল কালাম মাটিরাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড রমিজ কেরানীপাড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে মাটিরাঙ্গা থানা-পুলিশ। এর আগে গত ২২ ডিসেম্বর ভুক্তভোগী নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে। একই দিনে ভুক্তভোগীর বড় ছেলে বান্দরবান থেকে মাটিরাঙ্গায় এসে অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। মামলার ২৪ ঘণ্টার মধ্যেই নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ধর্ষণের শিকার নারী তিন ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, আদালতে দেওয়া স্বীকারোক্তিতে আবুল কালাম বলেছেন, ভুক্তভোগীর ছেলেমেয়েরা কাজের সুবাদে বিভিন্ন স্থানে থাকায় তিনি একাই বাড়িতে থাকতেন। এই সুযোগে গত ১৫ ডিসেম্বর রাত ৯টার দিকে তিনি ওই নারীকে বিয়ের প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় প্রথমে তাঁকে ধর্ষণ করেন। পরে বালিশ চাপা দিয়ে হত্যা করে পালিয়ে যান।

খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ জানান, গত ২২ ডিসেম্বর ভুক্তভোগী নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। একই দিনে ভুক্তভোগীর বড় ছেলে মাটিরাঙ্গা থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। তথ্যপ্রযুক্তির মাধ্যমে মাটিরাঙ্গা থানা-পুলিশ আবুল কালামকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে হত্যার সঙ্গে জড়িত মর্মে তিনি স্বীকারোক্তি প্রদান করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত