Ajker Patrika

উপহারের ঘর পেয়ে খুশি করফুন নেছা

আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১২: ১২
উপহারের ঘর পেয়ে  খুশি করফুন নেছা

মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের দেওয়া উপহারের ঘর পেয়ে খুশি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের নারী করফুন নেছা। গত রোববার আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে ঘরের চাবি তুলে দেওয়া হয়।

কমলগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের উদ্যোগে প্রতিটি থানায় ভূমি ও গৃহহীন অসহায়কে একটি ঘর উপহারের উদ্যোগ নেওয়া হয়। কমলগঞ্জ থানায় বেশ কিছু ভূমিহীন মানুষ আবেদন করলেও যাচাই-বাছাই করে করফুন নেছাকে উপহারের ঘর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় আড়াই লাখ টাকা ব্যয়ে ৪৬০ বর্গফুট আয়তনের দুই কক্ষ, বারান্দা ও বাথরুমসহ ঘরটি দেওয়া হয় করফুনকে।

উপহারের নতুন ঘর পেয়ে নিজের অভিব্যক্তি জানিয়ে করফুন নেছা বলেন, ‘আমি গরিব মানুষ। জীবনে ভাবিনি মরার আগে পাকা ঘরে থাকতে পারব। আমার দুই ছেলে কাজ করে সংসার চালায়। যাচাই-বাছাইয়ে উপহারের ঘরে আমার নাম আসে। পুলিশ সবকিছুর দায়িত্ব নিয়ে আমার ঘর নির্মাণ করে দিয়েছে।’

করফুন নেছা আরও বলেন, ‘বৃদ্ধ বয়সে পরিবারের সবাইকে নিয়ে দালান ঘরে বসবাস করছি, নিজের কাছে অনেক ভালো লাগছে।’

এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, ‘সারা দেশের সব থানায় ভূমি ও গৃহহীনকে একটি করে ঘর উপহার দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় আমাদের থানাতে করফুন নেছার ঘর নির্মাণ করে দেওয়া হয়। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা নির্মাণকাজের তদারকি করেছি। একজন অসহায় নারীকে পুলিশের পক্ষ থেকে ঘর উপহার দিতে পেরে অনেক ভালো লাগছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত