Ajker Patrika

সিলেটে মিছবাহ উদ্দিন সিরাজকে সংবর্ধনা

সিলেট সংবাদদাতা
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১৩: ৩২
সিলেটে মিছবাহ উদ্দিন সিরাজকে সংবর্ধনা

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ গান্ধী আশ্রমের (বোর্ড অব ট্রাস্টিজ) ‘ট্রাস্টি’তে পুনর্নিয়োগ পাওয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি, সিলেট জেলা শাখার উদ্যোগে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। গতকাল বুধবার সিলেট আইনজীবী সহকারী ভবনে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি, সিলেট জেলা শাখার সহসভাপতি দিলাজ আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন আফাজের পরিচালনায় অনুষ্ঠানে মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, ‘আমাকে এ পদে পুনরায় নিয়োগ দেওয়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি জাতির পিতার আদর্শের কর্মী হিসেবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিঃশর্ত আনুগত্য থেকে আমৃত্যু কাজ করে যাব।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এটিএম ফয়েজ উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, অ্যাডভোকেট মশাহিদ আলী, অ্যাডভোকেট গোলাম এহিয়া চৌধুরী সুহেল, অ্যাডভোকেট সাবানা ইসলাম, অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল, অ্যাডভোকেট রকিব আলী খান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত