Ajker Patrika

টিফিনের টাকা বাঁচিয়ে বৃদ্ধাশ্রমের পাশে তারা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১১: ৪৯
টিফিনের টাকা বাঁচিয়ে বৃদ্ধাশ্রমের পাশে তারা

নিজেদের টিফিনের খরচের টাকা বাঁচিয়ে বৃদ্ধাশ্রমে থাকা প্রবীণ নিবাসীদের পাশে দাঁড়িয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকেরা। রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে পাওয়া টিফিনের টাকা ও রাস্তায় যাতায়াতের খরচ বাবদ পাওয়া ১০ হাজার টাকা তাঁরা সহায়তা করেছে। গত রোববার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে এ অর্থ তুলে দেন স্বেচ্ছাসেবকেরা।

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা প্রবীণ নিবাসের পক্ষে সহায়তার অর্থ গ্রহণ করেন প্রতিষ্ঠানটির সভাপতি ও জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক আব্দুস সালাম। স্বেচ্ছাসেবকদের পক্ষে সহায়তার টাকা তুলে দেন, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিটপ্রধান সুমাইয়া ইসলাম। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কাজে সরাসরি যুক্ত থাকায় বৃদ্ধাশ্রমে উপস্থিত না হয়ে মহানন্দা প্রবীণ নিবাসের সভাপতির হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়। বৃদ্ধাশ্রমের নিবাসীদের জন্য স্বেচ্ছাসেবকদের এ উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রতিষ্ঠানটির সভাপতি আব্দুস সালাম।

জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন আব্দুল মাতিন। আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ফাহাদ আকিদ রেহমান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলা করলেন মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের স্ত্রী

অগ্নিকাণ্ডের ক্ষতি পোষাতে শাহজালাল বিমানবন্দরে নিজেরাই গুদাম বানাচ্ছেন পোশাক রপ্তানিকারকেরা

জামায়াত আমিরের পাঁচ ঘণ্টার কর্মদিবস আদতে নারীর গায়েবি শিকল

ফেসবুকে জামায়াতের রাজনীতি নিয়ে মন্তব্য, তোপের মুখে ওসি

‘শিক্ষক’ পেশা দিয়ে নিজের পাসপোর্ট বানান পাসপোর্টের শাহিনুর, চাকরিচ্যুতির আগেই চান অব্যাহতি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ