Ajker Patrika

টাকা শোধ না করে ফ্ল্যাট দখলচেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১৩: ১৫
টাকা শোধ না করে ফ্ল্যাট দখলচেষ্টার অভিযোগ

চুক্তির টাকা পরিশোধ না করে ফ্ল্যাট দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আবাসন ব্যবসায়ী মো. সেলিম উদ্দীনকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। জীবনের নিরাপত্তা চেয়ে তিনি থানায় এবং পরে আদালতে অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, নগরের আলমাস সিনেমা হলের পাশে নির্মাণাধীন আরব এমবি টাওয়ারে গত ২২ ও ২৪ ডিসেম্বর রাতে দুর্বৃত্তরা ভাঙচুর চালায়। এর আগে ১৭ নভেম্বর বাসার নিচে এবং ২১ ডিসেম্বর চট্টগ্রাম কোর্ট বিল্ডিংয়ে গিয়ে ব্যবসায়ী সেলিমকে হুমকি দেওয়া হয়।

সম্প্রতি ব্যবসায়ী সেলিম নগরের কোতোয়ালি থানা ও চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দায়ের করেছেন। সেখানে সাতকানিয়ার সোনা কানিয়া এলাকার হারুনুর রশীদ, চন্দনাইশের মিনহাজ উদ্দিন ওরফে রিফাত, দোহাজারীর মো. আলমগীর ও চন্দনাইশের মো. হারুনুর রশীদকে আসামি করা হয়েছে। তাঁরা টাকা পরিশোধ না করে দুর্বৃত্ত দিয়ে ফ্ল্যাট দখলের চেষ্টা করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

জানতে চাইলে আবাসন ব্যবসায়ী সেলিম বলেন, ২০১৭ সালে হারুনুর রশীদ ১ হাজার ৮৫০ বর্গফুট, আয়েশা বেগম ৯২৫, শাহজাদী বেগম ১ হাজার ৮৫০ ও মুসরেফ খানমের সঙ্গে ৯২৫ বর্গফুটের ফ্ল্যাট বিক্রির চুক্তি হয়। ১ হাজার ৮৫০ বর্গফুটের চুক্তিমূল্য ছিল ৭৪ লাখ টাকা। কিন্তু এখন পর্যন্ত শাহজাদী বেগমের কাছ থেকে ৭৪ লাখের মধ্যে ২৬ লাখ টাকা, হারুনুর রশীদের কাছ থেকে ৩২ লাখ ও মুসরেফ খানম এবং আয়েশা বেগমের কাছ থেকে ৪০ লাখ টাকা পেয়েছেন। কিন্তু তাঁরা বাকি টাকা পরিশোধ না করে ফ্ল্যাট দখল করতে চান।

অভিযোগের বিষয়ে হারুনুর রশীদের ভাই মো. আলমগীর বলেন, ‘তিনি (সেলিম) আমাদের সঙ্গে বসতেছেন না। ভবনের কাজ যেহেতু শেষ হয়েছে। কিন্তু তিনি ফ্ল্যাট বুঝিয়ে দিচ্ছেন না। উনি বসলেই বিষয়টির সমাধান হয়ে যায়।’

এসব বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন বলেন, ‘মীমাংসার জন্য ওই ব্যবসায়ীকে (সেলিম) থানায় আসতে বললেও আসেননি। এ পর্যন্ত ১০ বার সময় দিয়েছি, তারপরও আসেননি। তিনি আসলে সমাধান করে দিতাম।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...