চান্দিনা প্রতিনিধি
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাংসদ হিসেবে শপথ নিয়েছেন অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাঁকে শপথবাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, হুইপ সামশুল হক চৌধুরী ও হুইপ মাহবুব আরা বেগম গিনি উপস্থিত ছিলেন।
সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
শপথ গ্রহণ শেষে রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন প্রাণ গোপাল দত্ত। পরে তিনি নেতা-কর্মীদের নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, গত ৩০ জুলাই কুমিল্লা-৭ আসনের সাংসদ মো. আলী আশরাফ মারা যান। ২ সেপ্টেম্বর আসনটির উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ন্যাপ ও স্বতন্ত্র মোট চার প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। স্বতন্ত্র প্রার্থী ছাড়া অন্য তিন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এদিকে ১৬ সেপ্টেম্বর জাতীয় পার্টি ও ১৮ সেপ্টেম্বর ন্যাপের প্রার্থী নির্বাচন থেকে সরে যান। ২০ সেপ্টেম্বর প্রাণ গোপালকে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়। ২৬ সেপ্টেম্বর গেজেট প্রকাশিত হয়।
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাংসদ হিসেবে শপথ নিয়েছেন অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাঁকে শপথবাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, হুইপ সামশুল হক চৌধুরী ও হুইপ মাহবুব আরা বেগম গিনি উপস্থিত ছিলেন।
সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
শপথ গ্রহণ শেষে রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন প্রাণ গোপাল দত্ত। পরে তিনি নেতা-কর্মীদের নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, গত ৩০ জুলাই কুমিল্লা-৭ আসনের সাংসদ মো. আলী আশরাফ মারা যান। ২ সেপ্টেম্বর আসনটির উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ন্যাপ ও স্বতন্ত্র মোট চার প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। স্বতন্ত্র প্রার্থী ছাড়া অন্য তিন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এদিকে ১৬ সেপ্টেম্বর জাতীয় পার্টি ও ১৮ সেপ্টেম্বর ন্যাপের প্রার্থী নির্বাচন থেকে সরে যান। ২০ সেপ্টেম্বর প্রাণ গোপালকে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়। ২৬ সেপ্টেম্বর গেজেট প্রকাশিত হয়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪