Ajker Patrika

প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১২: ২১
প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু

পিরোজপুরের কাউখালীতে প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধ আব্দুল লতিফ দর্জি মারা গেছেন। গত বুধবার রাতে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মৃত্যু হয়। জমিসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে ৪ মাস আগে তিনি আহত হন।

জানা গেছে, গত ১৪ আগস্ট ধাবড়ী বাজারের মেঘপাল গ্রামে আব্দুল লতিফ দর্জির সঙ্গে একই গ্রামের হিরা চৌধুরী ও নজরুল ইসলাম সরদার ওরফে নজির সরদারের মারামারির ঘটনা ঘটে।

একপর্যায়ে লতিফ দর্জির মাথায় প্রচণ্ড আঘাত লাগে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আব্দুল লতিফ দর্জি দীর্ঘদিন পিরোজপুর ও খুলনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত