Ajker Patrika

মোরেলগঞ্জে আজ উড়েছিল স্বাধীন বাংলার পতাকা

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৬: ৪৫
মোরেলগঞ্জে আজ উড়েছিল স্বাধীন বাংলার পতাকা

আজ ১৪ ডিসেম্বর মোরেলগঞ্জ হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালে এই দিনে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা পাকিস্তানি হানাদার মুক্ত হয়। তৎকালীন উপজেলা ছাত্রলীগ সভাপতি ও সুন্দরবন অঞ্চলের মুজিব বাহিনীর প্রধান ডা. মোসলেম উদ্দিন জানান, তাঁর নেতৃত্বে ১১ জনের একটি দল মোড়েলগঞ্জকে শত্রুমুক্ত ঘোষণা করে প্রথমে স্বাধীন পতাকা উত্তোলন করেন।

মোরেলগঞ্জ সদর বাজারের কবিরাজের বিল্ডিং ও জিতেন বাবুর বিল্ডিংয়ে রাজাকারদের ক্যাম্প ছিল। তৎকালীন এ অঞ্চলের মুজিব বাহিনীর প্রধান ডা. মোসলেম উদ্দিনের নেতৃত্বে ১৩ ডিসেম্বর শেষ রাতে মোরেলগঞ্জে আসেন এবং টাউন মাধ্যমিক বিদ্যালয়ে অবস্থান নেন তাঁরা।

এরপর রাজাকারদের ক্যাম্পগুলো একের পর এক আক্রমণ করা হয়। এ সময় পাক বাহিনী পালিয়ে যায়। পরদিন ১৪ ডিসেম্বর সকাল ১১টায় মোরেলগঞ্জকে শত্রুমুক্ত ঘোষণা করে পতাকা উত্তোলন করেন মুজিব বাহিনীর সদস্যরা।

ডা. মোসলেম উদ্দিন জানান, এ অভিযানে যারা অংশ নিয়েছিল তাদের কয়েকজন হলেন মুজিব বাহিনীর সেকেন্ড ইন-কমান্ড সুলতান খান, নীল রতন মিস্ত্রি, আবদুল আজিজ, আবদুর রশিদ বক্স, আবদুল খালেক, সোহরাব হোসেন ও গাইডার মকবুল মাস্টার।

একইদিনে সুন্দরবন ও জিউধরা ইউনিয়নের ঢালী বাড়ি ক্যাম্প থেকে সাব-সেক্টর কমান্ডের অন্যতম সদস্য স. ম. কবির আহমেদ মধুর নেতৃত্বে শত শত মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতা মোরেলগঞ্জ সদরের রায়ের বিল্ডিং, কবিরাজের বিল্ডিংয়ে স্বাধীনতার পতাকা উত্তোলন করেন।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ৫০ বছরে এসে বিজয়ের এ মাসে একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে ডা. মোসলেম উদ্দিন ক্ষুধা, দারিদ্র্য ও সন্ত্রাসমুক্ত সমাজ দেখে যেতে চান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো আসছে, পে কমিশন গঠন

ব্যাংকে চোখ বেঁধে গ্রাহককে হাতুড়িপেটা, পায়ের নখ তোলার চেষ্টা

‘সোজা কথা, যারে ভালো লাগবে তারে কোপামু’

শুল্ক ছাড়া যুক্তরাজ্যে তৈরি পোশাক রপ্তানির সুযোগ পেল ভারত

সর্বাত্মক যুদ্ধে জড়াতে পারে থাইল্যান্ড ও কম্বোডিয়া—শক্তিতে কে বেশি এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত