Ajker Patrika

নেত্রকোনায় বঙ্গবন্ধুর ম্যুরাল ‘গণসূর্য’ উদ্বোধন

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১৭: ১৩
নেত্রকোনায় বঙ্গবন্ধুর ম্যুরাল ‘গণসূর্য’ উদ্বোধন

নেত্রকোনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ‘গণসূর্য’ নামে এ ম্যুরালের উদ্বোধন করেন নেত্রকোনা-১ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মানু মজুমদার ও প্রতিরোধ যোদ্ধা জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অসিত সরকার সজল।

পরে স্কুল প্রাঙ্গণে এক আলোচনাসভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু।

সভাপতিত্ব করেন অ্যাডভোকেট অসিত সরকার সজল। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ হাবিবা রহমান খান শেফালী।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নেত্রকোনা পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. রফিকুল্লাহ খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূর খান মিঠু ও স্থপতি ও শিল্পী রুদ্র রাউত। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান।

মুখ্য আলোচক সাজ্জাদুল হাসান বলেন, স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যার্বন উপলক্ষে এই ম্যুরাল উদ্বোধন খুবই সময় উপযোগী। এই শিল্পকলার মাধ্যমে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুকে জানতে আরও বেশি করে উদ্বুদ্ধ হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত