Ajker Patrika

ফায়ার স্টেশন পেয়ে খুশি তেরখাদাবাসী

তেরখাদা (খুলনা) প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৬: ১৮
ফায়ার স্টেশন পেয়ে খুশি তেরখাদাবাসী

তেরখাদা উপজেলার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল এলাকায় একটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের। এরই পরিপ্রেক্ষিতে খুলনা-৪ আসনের সাংসদ আব্দুস সালাম মুর্শেদীর সহায়তায় শেষ হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণের কাজ।

এখন শুধু কার্যক্রম চালু করার অপেক্ষা। নতুন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন পেয়ে তেরখাদাবাসী খুবই খুশি।

উপজেলার বারাসাত ইউনিয়নের ইখড়ি এলাকায় এ স্টেশনটি নির্মাণ করা হয়েছে। তেরখাদা উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অরবিন্দ প্রসাদ সাহা বলেন, তেরখাদায় অতীতে বহু আগুন লাগার ঘটনা ঘটছে।

কিন্তু এখানে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় অন্য উপজেলা থেকে ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেওয়া হত। কিন্তু সেখান থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা আসতে আসতে বড় ধরনের ক্ষতি হয়ে যেত। এখন আমাদের সন্নিকটে ফায়ার সার্ভিসের স্টেশন নির্মাণ হওয়ায় আমরা খুবই আনন্দিত। এর ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত