Ajker Patrika

নিপুণের সঙ্গে সিনেমায় কাওসার চৌধুরী

নিপুণের সঙ্গে সিনেমায় কাওসার চৌধুরী

অভিনয় থেকে বিরতি নিয়ে নির্মাতা হিসেবেই নিজেকে পরিচিত করেছেন কাওসার চৌধুরী। বিশেষ করে প্রামাণ্যচিত্র নির্মাণে নিজেকে প্রমাণ করেছেন তিনি। দীর্ঘদিন পর তিনি অভিনয় করলেন পূর্ণদৈর্ঘ্য সিনেমায়। পরিচালকের বিশেষ অনুরোধেই তাঁর অভিনয়ে ফেরা। সিনেমার নাম ‘ভাষার জন্য মমতাজ’। নাম ভূমিকায় অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা নিপুণ। নির্মাণ করছেন সারওয়ার তমিজ উদ্দিন।

সিনেমায় ১৯৫৩ সালের একজন মহকুমা প্রশাসকের (যিনি একই সঙ্গে মহকুমা ম্যাজিস্ট্রেট) ভূমিকায় অভিনয় করেছেন কাওসার চৌধুরী। গল্পটি নারায়ণগঞ্জের একজন ভাষা সংগ্রামীর জীবনের সত্য কাহিনি অবলম্বনে রচিত। গল্প লিখেছেন পরিচালক নিজেই। গল্পের গাঁথুনিটি বেশ আঁটসাঁট, মেদহীন। এরই মধ্যে বিএফডিসিতে সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন কাওসার চৌধুরী।

কাওসার চৌধুরী বলেন, ‘পুরো সিনেমার মূল্যায়ণ করা আসলে কঠিন। যতটা জেনেছি, সিনেমার গল্পটা সুন্দর। এ ছাড়া নিপুণের সিনেমা আমার দেখা হয়ে ওঠেনি। তাই তাঁকে নিয়ে কথা বলার মতো ব্যাকগ্রাউন্ড আমার কাছে নেই। তাঁর সঙ্গে একটি দৃশ্যে অভিনয় করেছি। সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি, নিপুণ অভিনয়ে বেশ ম্যাচিউরড।

ক্যামেরার সামনে অভিনয়ের সময় তাঁর দৃষ্টি কোথায় থাকবে, কোন সংলাপ কীভাবে ডেলিভারি দিতে হবে তা তিনি বেশ সচেতনভাবেই জেনে-বুঝে দিয়েছেন।’

কাজ করার সুবাদে নিপুণের সঙ্গে সুসম্পর্ক হয়েছে কাউসার চৌধুরীর। তাঁর দৃষ্টিতে নিপুণ বেশ স্মার্ট এবং সজ্জন মানুষ। সিনিয়রদের যথেষ্ট সমীহ করেন। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে কাওসার চৌধুরীকে নিপুণ অনুরোধ জানিয়েছেন শিল্পী সমিতির সদস্যপদ গ্রহণের। কাউসার চৌধুরীও সম্মতি জানিয়েছেন সাগ্রহে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত