Ajker Patrika

মুক্ত দিবসে নানা কর্মসূচি

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৩: ৩৭
মুক্ত দিবসে নানা কর্মসূচি

দিনাজপুরের বোচাগঞ্জ, বিরামপুর, বীরগঞ্জ ও নবাবগঞ্জ উপজেলায় গতকাল পাকিস্তানি হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করে।

বোচাগঞ্জ: দিবসটি পালন উপলক্ষে গতকাল সকাল ৭টায় সেতাবগঞ্জ কেন্দ্রীয় স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বোচাগঞ্জ থানা, আওয়ামী লীগসহ বিভিন্ন শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন। এ ছাড়া বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নবাবগঞ্জ: হানাদার মুক্ত দিবস উপলক্ষে নবাবগঞ্জে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বেলা ১১টায় উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ শেষে একটি শোভাযাত্রা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্মৃতিসৌধ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ সোমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বীরগঞ্জ: ৬ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস উপলক্ষে বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সাবেক সাংসদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলামের নেতৃত্বে একটি শোভাযাত্রা শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, বিশেষ অতিথি পৌরসভার মেয়র মো. মোশারফ হোসেন বাবুল, সহকারী কমিশনার (ভূমি) মো. কামাল হোসেন।

বিরামপুর: উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে প্রেসক্লাব ও আজকের পত্রিকার সহযোগিতায় বিরামপুর শত্রু মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা ও শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মাহমুদুল হক মানিকের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মেসবাউল ইসলাম মণ্ডল প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

ডিটারজেন্ট, তেল ও সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, সরবরাহ মিল্ক ভিটায়

১৫৮ বছর আগে হারানো আলাস্কাতেই কি ইউক্রেনের জমি লিখে নেবে রাশিয়া

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান—৯৯৯–এ স্বামীর ফোন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত