Ajker Patrika

টর্চার সেলে নির্মিত হয়নি স্মৃতিস্তম্ভ

মৌলভীবাজার প্রতিনিধি
Thumbnail image

১৯৭১ সালে মৌলভীবাজার প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণকেন্দ্রটি (পিটিআই) ছিল পাকিস্তানি আর্মির হেডকোয়ার্টার বা টর্চার সেল।

এখানে বাঙালিদের ধরে এনে নির্যাতন চালানো হতো। স্থানটিতে পাকিস্তানি আর্মির তৈরি একটি বাংকার এখনো সেই সময়ের পৈশাচিকতার স্মৃতিচিহ্ন বহন করছে। কিন্তু দীর্ঘদিনেও স্থানটিকে সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার ব্যবস্থা করা হয়নি। তবে মৌলভীবাজার পৌরসভার মেয়র আজকের পত্রিকাকে জানান শিগগিরই নকশা করে কাজ শুরু করা হবে।

জানা গেছে, মুক্তিযুদ্ধের সময় মৌলভীবাজার শহরের বন বিথি এলাকার প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) ছিল পাকিস্তানি বাহিনীর সিলেট অঞ্চলের হেডকোয়ার্টার।

এই টর্চার সেলে বিভিন্ন এলাকা থেকে রাজনৈতিক নেতা-কর্মীসহ মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনকে ধরে এনে নির্যাতন চালানো হতো।

মৌলভীবাজার পৌরসভার মেয়র বলেন, মুক্তিযোদ্ধা, সংস্কৃতিকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে পৌরসভার পক্ষ থেকে ইতিমধ্যে নকশা তৈরির কাজ করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত