Ajker Patrika

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র প্রদর্শন

দেবিদ্বার প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১২: ৪১
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র প্রদর্শন

দেবিদ্বারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও মুক্তিযুদ্ধের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। ফেরদৌস খন্দকার নামে এক চিকিৎসকের ব্যক্তি উদ্যোগে তিন মাসব্যাপী প্রদর্শনী শুরু হয় গত মঙ্গলবার রাতে। উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার অন্তত এক হাজার জায়গায় এ প্রদর্শনী চলবে বলে জানা গেছে।

জানা যায়, উপজেলার বিভিন্ন স্থানে সন্ধ্যার পর এ প্রদর্শনী চলবে। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর ওপর নির্মিত চলচ্চিত্রসহ ১৫ আগস্টের নারকীয় হত্যাকাণ্ড, ‘হাসিনা এ ডটারস টেল’ ও মুক্তিযুদ্ধের ওপরে নির্মিত বিভিন্ন চলচ্চিত্রও প্রদর্শন করা হবে। এর মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস ও সংগ্রামের গৌরবগাথা মানুষের সামনে তুলে ধরতে এই আয়োজন করা হয়েছে।

চলচ্চিত্র প্রদর্শনীতে আসা ধামতী গ্রামের মো. ইউনুছ মিয়া, আবদুল বারেক, জয়নাল আবেদীন ও রাজামেহারের এমদাদ বলেন, বঙ্গবন্ধুর জীবনীর ওপর নির্মিত প্রামাণ্যচিত্র বড় পর্দার মাধ্যমে দেখেছি। নতুন প্রজন্ম এ প্রদর্শনীর মাধ্যমে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে।

আয়োজক ডা. ফেরদৌস খন্দকার বলেন, ‘আমি চাই নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানুক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত