Ajker Patrika

প্রধানমন্ত্রীকে নৌকার বিজয় উপহার দেব

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১০: ১৯
প্রধানমন্ত্রীকে নৌকার বিজয় উপহার দেব

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘২০১১ সালে যখন নির্বাচনকে ঘিরে উত্তেজনা বিরাজ করেছিল তখন প্রধানমন্ত্রী উন্মুক্ত করে দিয়েছিল। আমরা একই দলের দুজন নির্বাচন করেছিলাম। আপনারা তখন রায় দিয়েছিলেন আইভীর পক্ষে। এবারও আপনারা সবাই আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ ১৬ জানুয়ারি আমরা প্রধানমন্ত্রীকে নৌকার বিজয় উপহার দেব।’

গতকাল শনিবার বিকেলে শহরে জেলা ও মহানগর কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন আইভী।

মেয়র আইভী বলেন, ‘২০১৬ সালে প্রথম দলীয় প্রতীকে নির্বাচন হয়। প্রধানমন্ত্রী আমার হাতে নৌকা তুলে দেন। তখন বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সামাজিক সংগঠন আমাকে সহযোগিতা করেছিলেন। ফলে আমি ভোটে জয়লাভ করেছিলাম। এই শহরের মানুষ সিদ্ধান্ত নিতে ভুল করেনি। নারায়ণগঞ্জ ঐতিহ্যবাহী জেলা। এই শহরের পাইকপাড়া ক্লাবেই আওয়ামী লীগের জন্ম। পরে ঢাকার রোজ গার্ডেনে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। আমি সেই ক্লাবটি সংরক্ষণ করেছি।’

আইভী আরও বলেন, ‘অনেকে জানেন না, ১৯৮১ সালে প্রধানমন্ত্রী যখন দেশে আসেন, তখন ঢাকার বাইরে প্রথম সংবর্ধনা দিয়েছিলেন আলী আহমদ চুনকা। তখন তাঁর হাতে আওয়ামী লীগের চাবি তুলে দিয়েছিলেন নেত্রী। আজকে আমি সব আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই, আমার পাশে থাকার জন্য। ২০০৩-এ যখন আমি নারায়ণগঞ্জে ফিরে আসি অনেকে শহর ত্যাগ করেছিলেন। বিদেশে থেকেছেন দেশে ঢুকতে পারেননি। তখন এই আওয়ামী লীগের অনেকেই আমার পাশে দাঁড়িয়েছিলেন বলেই আমরা তখন জয় ছিনিয়ে আনতে পেরেছিলাম।’

সেলিনা হায়াৎ আইভী গত দুই দফা সিটি নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিলেন। ২০১৬ সালে প্রথমবারের মতো নৌকার প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছিলেন। এইবারও নৌকার প্রার্থী হয়েছেন তিনি। কয়েকদিনের মধ্যেই নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলেও জানিয়েছেন বর্তমান সিটি মেয়র।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত