Ajker Patrika

১৫ দিন পর কবর থেকে তোলা হলো গৃহবধূর লাশ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১২: ২৬
১৫ দিন পর কবর থেকে তোলা হলো গৃহবধূর লাশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদালতের নির্দেশে দাফনের ১৫ দিন পর কবর থেকে এক গৃহবধূর লাশ উত্তোলন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বার্মাস্ট্যান্ড এলাকার একটি কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার এসআই হুমায়ূন কবির জানান, গত ৩০ অক্টোবর বার্মাস্ট্যান্ড এলাকার স্বপন প্রধানের স্ত্রী কলি আক্তারের (২৫) অস্বাভাবিক মৃত্যু হয়। তখন পরিবারের কোনো অভিযোগ না থাকায় ঘটনার পরের দিনদুপুরে কলি আক্তারের লাশ কবরস্থানে দাফন করা হয়। পরে পরিবারের লোকজন কলি আক্তারের হত্যার শিকার হয়েছে এমন অভিযোগ করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে গত রোববার কবর থেকে লাশ উত্তোলনের নির্দেশ দেন। সোমবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইসলাম নূরের উপস্থিতিতে এবং পুলিশের সহায়তায় লাশটি উত্তোলন করা হয়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত গৃহবধূ কলি আক্তারের মামা পলাশ মিয়া জানান, কলির মৃত্যুর পর তাঁর মা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এ জন্য তৎক্ষণাৎ কোনো মামলা বা অভিযোগ করা হয়নি। পরে কলির স্বামী স্বপন প্রধানের মধ্যে অস্বাভাবিক আচরণ দেখা যায়। স্বপন প্রধান কলির মৃত্যুকে নিয়ে নানাভাবে অপপ্রচার চালায়। এতে সন্দেহ বাড়ে কলির মা ও তাঁর আত্মীয়স্বজনদের মধ্যে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান বলেন, লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত