Ajker Patrika

চ্যাম্পিয়ন রুয়েটের মেহেদি হাসান

খুবি প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৬: ২৫
চ্যাম্পিয়ন রুয়েটের মেহেদি হাসান

রোটার‍্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটি আয়োজিত চার দিনব্যাপী আন্তবিশ্ববিদ্যালয় কুইজ প্রতিযোগিতা ‘থার্স্ট অপটিমিস্ট ২.০ ‘-এ চ্যাম্পিয়ন হয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মেহেদি হাসান। ফাইনালে তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও খুলনা মেডিকেল কলেজের প্রতিযোগীদের পেছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৮টায় জুমের মাধ্যমে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতার সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীর নাম ঘোষণা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মো. শরিফ হাসান লিমন।

তিনি রোটার‍্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটির বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। ভবিষ্যতেও তাদেরকে এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করার আহ্বান জানান।

এ ছাড়া তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের রোটার‍্যাক্ট ক্লাব ভবিষ্যতে আরও অনেক দূর এগিয়ে যাবে। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মো. মহসিন হাবিব, তৃতীয় খুলনা মেডিকেল কলেজের শাহরিয়া জামান সিফাত, চতুর্থ ও পঞ্চম হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের মো. হেলাল উদ্দিন ও মো. ইমরান হোসেন। প্রতিযোগিতার বিজয়ীরা নগদ ১০ হাজার টাকাসহ সর্বমোট ২০ হাজার টাকার পুরস্কার পাবেন। চ্যাম্পিয়ন মেহেদি হাসান তিন হাজার টাকা এ ছাড়া দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান অর্জনকারী প্রতিযোগীরা যথাক্রমে ২৫০০, ২০০০, ১৫০০ এবং ১০০০ টাকা পাবেন।

এ ছাড়া প্রতিযোগিতায় সেরা ক্যাম্পাস অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রুবাইয়া শারমিন ঐশী ও বুটেক্সের অর্চি অনুপমা রায়। সেরা কন্ট্রিবিউটর নির্বাচিত হয়েছেন খুবির আবু সাইদ ইমরান ও ফাতিমা রহমান মিমি। অন্যান্য পুরস্কারের মধ্যে রয়েছে অনলাইন ভাউচার, ক্রেস্ট এবং সার্টিফিকেট। এ ছাড়া প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য ইন্টারন্যাশনাল জার্নাল অব মালটি ডিসিপ্লিনারি ইনফরম্যাটিভ রিসার্চ অ্যান্ড রিভিউ (আইজেএমআইআরআর) সাময়িকীতে ৫০ শতাংশ ডিসকাউন্টে রিসার্চ পেপার পাবলিশের সুযোগ থাকছে। পাশাপাশি ই-লার্নিং প্ল্যাটফর্ম ‘বহুব্রীহি’ থেকে আকর্ষণীয় ডিসকাউন্টে কোর্স করার সুযোগ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিয়ে আবারও যা বললেন ভারতের সেনাপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত