Ajker Patrika

মদনে নৌকার কর্মীকে মারধর, মামলা

মদন (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১৪: ৩৪
মদনে নৌকার কর্মীকে মারধর, মামলা

নেত্রকোনার মদনে মহসিন ইয়ার ডালিম (৩৫) নামে নৌকার এক কর্মীকে পিটিয়ে আহত করার ঘটনায় মামলা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার আহত ডালিম বাদী হয়ে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান তালুকদার হীরাসহ ১২ জনকে আসামি করে মদন থানায় একটি মামলা করেন। গত বুধবার বিকেলে উপজেলার নায়েকপুর ইউনিয়নের জনতা বাজারে মারপিটের এই ঘটনা ঘটে। আহত মহসিন ইয়ার ডালমি নায়েকপুর ইউনিয়নের পাছআলমশ্রী গ্রামের মৃত শামছুদ্দিনের ছেলে ও ওই ইউনিয়নের যুবলীগ নেতা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নায়েকপুর ইউপিতে নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোছলেহ উদ্দিন ভূঞার একজন সক্রিয় কর্মী মহসিন ইয়ার ডালিম। গত বুধবার বিকেলে ওই ইউপিতে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মো.কামরুজ্জামান তালুকদার হীরা (ঘোড়া প্রতীকের) নির্বাচনী প্রচরে কয়েকটি মোটরসাইকেল নিয়ে জনতা বাজারে যান। সেখানে নৌকার কর্মীদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর তর্ক হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় নৌকার কর্মী যুবলীগ নেতা ডালিমকে পিটিয়ে আহত করা হয়। পরে দুপক্ষের মাঝে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এ ঘটনায় ডালিম বাদী হয়ে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান তালুকদার হীরাকে প্রধান আসামি করে গতকাল বৃহস্পতিবার মদন থানায় একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে যুবলীগ নেতা মহসিন ইয়ার ডালিম বলেন, আমি আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থীর কর্মী। স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান হীরাসহ তার কর্মীরা কয়েক দিন ধরে আমাকে হুমকি দিয়ে আসছিল। গত বুধবার বিকেলে হীরা চেয়ারম্যান ও তার লোকজন মোটরসাইকেলে করে এসে জনতা বাজারে অতর্কিতভাবে আমার ওপর হামলা চালায়।

স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান হীরা বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা নির্বাচনী প্রচারে বাধা দিয়ে যাচ্ছে। বুধবার বিকেলে জনতা বাজারে গেলে ডালিমসহ কয়েকজন আমাকে ঠেলাধাক্কা শুরু করে। এ সময় তর্কবিতর্ক হয়েছে। কিন্তু ডালিমকে মারপিট করা হয়নি। আমাদেরকে হয়রানি করার জন্য পূর্বপরিকল্পিত ভাবে নিজেরাই এমন ঘটনা ঘটিয়েছে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম জানান, মহসিন ইয়ার ডালিম নামে নৌকার এক কর্মীকে মারপিট করার অভিযোগে থানায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত