Ajker Patrika

নানা আয়োজনে ইবি দিবস পালিত

ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৫: ১২
নানা আয়োজনে ইবি দিবস পালিত

নানা আয়োজনে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) দিবস উদ্‌যাপন করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা উত্তোলন, প্রশাসন ভবন চত্বরে পায়রা এবং বেলুন উড়িয়ে ৪৩তম ইবি দিবসের বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়।

পরে উপাচার্যের নেতৃত্বে প্রশাসন ভবন চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলা মঞ্চে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ডিন, সব হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। শোভাযাত্রা শেষে বাংলা মঞ্চে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। আলোচনা সভা শেষে বাংলা মঞ্চে কেক কাটা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এ সময় উপাচার্য বলেন,‘বিপ্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, অগ্রগতি ও শ্রীবৃদ্ধিতে যাঁরা অবদান রেখেছেন তিনি তাঁদের কথা শ্রদ্ধাভরে স্মরণ করছি। সকলের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়কে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত