Ajker Patrika

‘বিদ্রোহী’ নিয়ে ভাবছে না আ.লীগ

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৩: ৫৫
Thumbnail image

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় চতুর্থ ধাপের আসন্ন ইউপি নির্বাচনে দলের ‘বিদ্রোহী’ প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী আমলেই নিচ্ছে না আওয়ামী লীগ। নেতারা বলছেন, উপজেলায় আওয়ামী লীগের তুমুল জনপ্রিয়তা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধি পাওয়ায় ‘বিদ্রোহী’ ও স্বতন্ত্র প্রার্থী নিয়ে মোটেও বিচলিত নয় আওয়ামী লীগ।

খোঁজ নিয়ে জানা গেছে, খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় চতুর্থ ধাপের নির্বাচনের আর মাত্র এক সপ্তাহ বাকি। তিনটি ইউপির মধ্যে সদর ইউপিতে নৌকা প্রতীকে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. শফিকুর রহমান ফারুকের প্রতিপক্ষ হয়ে মাঠে নেমেছেন দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য যোগ্যা মারমা (আনারস)। এ ছাড়া হাতপাখা প্রতীকে নির্বাচন করছেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মো. জামাল উদ্দীন।

বাটনাতলী ইউপিতে নৌকা প্রতীকে মো. আবদুর রহিমের প্রতিপক্ষ হয়ে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী মংসাপ্রূ চৌধুরী। এখানেও বিনা ভোটে তিনজন সাধারণ সদস্য নির্বাচিত। বিনা ভোটে নির্বাচিতরা সবাই আওয়ামী লীগের উপজেলা ও ইউনিয়ন নেতা।

তিনটহরী ইউপিতে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. আবুল কালাম আজাদ বিনা ভোটে জয়ের পথে। যার ফলে তিনটহরী ইউপিতে এবারের নির্বাচনী প্রচারণায় উত্তাপ নেই বললেই চলে।

যোগ্য মারমা বলেন, ‘মানিকছড়ি ইউপির ক্ষেত্রে সভা আহ্বান করা হলেও সেখানে আমাকে কিছুই বলার সুযোগ না দিয়ে সরাসরি জেলা ও উপজেলার কমিটির একক সিদ্ধান্তে প্রার্থী মনোনয়নের ঘোষণা দেওয়া হয়। এ জন্য আমি প্রার্থী হতে বাধ্য হয়েছি।’

বাটনাতলীর স্বতন্ত্র প্রার্থী মংসাপ্রূ চৌধুরী বলেন, ‘ভোটার কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিতে পারলে বিজয় নিশ্চিত।’

নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. শফিকুর রহমান ও মো. আবদুর রহিম বলেন, পাহাড়ের আনাচকানাচে আওয়ামী লীগ সরকার উন্নয়নের যে নজির দেখিয়েছে, এতে সাধারণ মানুষ এখন আওয়ামী লীগ ছাড়া অন্য কাউকে জনপ্রতিনিধি করার মনমানসিকতা নেই।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন বলেন, উপজেলার প্রতিটি অলিগলিতে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দৃশ্যমান। তাই বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী নিয়ে আওয়ামী লীগ মোটেও চিন্তিত নয়। এ ছাড়া তিন ইউপির ৯ট ওয়ার্ডে সাধারণ সদস্য নির্বাচিত হয়ে আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত