মারুফ কিবরিয়া ও মোহাম্মদ আসাদুজ্জামান, গাজীপুর থেকে
গাজীপুরে কোরিয়ান মালিকানাধীন প্রতিষ্ঠান নিউ টাউন নিটওয়্যার কোম্পানিতে (এনটিকেসি) নিজের শেয়ার না থাকার দাবি করলেও ২০১৮ সাল থেকে প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রণ করতেন জাহাঙ্গীর আলম। একসময় তিনি কোম্পানিটির ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। পরে প্রতিষ্ঠানটি আর্থিক সংকটে পড়লে সহযোগিতা করেন। মেয়র হওয়ার পর প্রতিষ্ঠানটি চলে যায় তাঁর কর্তৃত্বে। বকেয়া আদায়ে শ্রমিকদের আন্দোলনের মুখে তাঁর বাসায় ডেকে নিয়ে তাঁদের এক মাসের বেতনও দেওয়া হয়েছিল। প্রতিষ্ঠানটি ২০২২ সালের এপ্রিলে বন্ধ হয়ে যায়।
গতকাল মঙ্গলবার এলাকা ঘুরে ও স্থানীয়দের সঙ্গে আলাপ করে এসব তথ্য জানা গেছে। তবে এসব বিষয়ে জাহাঙ্গীর আলমের বক্তব্য পাওয়া যায়নি। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল হয়েছে এই এনটিকেসির খেলাপি ঋণের কারণে। তিনি ওই ঋণের জামিনদার ছিলেন। গত সিটি নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হয়েছিলেন।
এবার বাছাইয়ে মনোনয়নপত্র বাতিল হলেও আপিল করার কথা ইতিমধ্যে জানিয়েছেন জাহাঙ্গীর আলম। গতকাল সকালে তাঁর আইনজীবী সাফ্ফাত বঙ্গতাজ অডিটরিয়ামে স্থাপিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের মনোনয়নপত্র বাতিল আদেশের সার্টিফায়েড কপির জন্য আবেদন করেছেন বলে জানান।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানায়, মেয়র প্রার্থীসহ ২০ জনকে বিকেল চারটার মধ্যে সার্টিফায়েড কপি দেওয়া হয়েছে। পরে বিভাগীয় কমিশনার জানান, একজন মেয়র, একজন সংরক্ষিত আসনের ও পাঁচজন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র বাতিল আদেশের বিরুদ্ধে আপিল করেছেন। আগামী তিন দিনের মধ্যে আপিল নিষ্পত্তি করা হবে। তবে তিনি জাহাঙ্গীর আলমের নাম উল্লেখ করেননি।
জানা গেছে, মনোনয়নপত্র বাতিল হওয়া অন্য দুই মেয়র পদপ্রার্থী সার্টিফায়েড কপি তোলেননি। জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুনের প্রার্থিতা বৈধ ঘোষিত হয়েছে।
এলাকাবাসী, আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তা ও সাবেক কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৯৬ সালে গাজীপুরের কোনাবাড়ীতে বিশাল ভবনে যাত্রা শুরু হয় এনটিকেসির। শুরু থেকেই সুনাম ছিল প্রতিষ্ঠানটির। জাহাঙ্গীর আলম প্রতিষ্ঠানের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। পরে অভ্যন্তরীণ কিছু সমস্যায় প্রতিষ্ঠানটি আর্থিক সংকটে পড়ে। শ্রমিকদের বেতন, বিদ্যুৎ বিল ও গ্যাস বিল বকেয়া পড়ে। বকেয়া আদায়ে শ্রমিকেরা আন্দোলনে নামেন। বিল বকেয়া থাকায় বিদ্যুৎ ও গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় সহযোগিতার হাত বাড়ান জাহাঙ্গীর। তখন তিনি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বিভিন্ন সময়ে টাকা দিয়ে সহযোগিতা করতেন। ২০১৮ সালে তিনি মেয়র নির্বাচিত হওয়ার পর প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ নেন। ২০২১ সালে চার মাসের বেতন বকেয়া হলে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। জাহাঙ্গীর শ্রমিকদের তাঁর বাসায় ডেকে নেন। সেখানে এক মাসের বেতন পরিশোধ করে চার মাসের বেতন পরিশোধ হয়েছে মর্মে একটি ফরমে সই নেওয়া হয়। এ কারণে অনেক শ্রমিক বেতন নিতে অস্বীকারও করেছিলেন। ২০২১ সালে আংশিক এবং গত বছর এপ্রিলে প্রতিষ্ঠানটি পুরোপুরি বন্ধ হয়ে যায়।
গতকাল দুপুরে এনটিকেসির কারখানার বাইরে গিয়ে দেখা যায়, ফটক বন্ধ। সাততলা ভবনটি সুনসান। কোনো কার্যক্রম নেই। কড়া নাড়লে দুজন নিরাপত্তাকর্মী এলেও বন্ধের বিষয়ে কিছু বলেননি।
কারখানার সামনে ছবি তোলার সময় কয়েকজন নারী শ্রমিক ছবি তোলার কারণ জানতে চান। কথা বলে জানা গেল, তাঁরা এ প্রতিষ্ঠানে কাজ করতেন। তাঁদের আগ্রহের বিষয়, এনটিকেসি আবার চালু হবে কি না। তাঁদের একজন কুড়িগ্রামের মেয়ে রওশন আরা জানান, তিনি সুইং সেকশনে কাজ করতেন। কারখানা বন্ধ হলে তাঁর এক মাসের বেতন আটকে যায়। বর্তমানে তিনি পাশের একটি কারখানায় কাজ করেন। তিনি বলেন, এ কারখানায় জাহাঙ্গীর আলম প্রথমে ঝুটের ব্যবসা করতেন। পরে তিনি মালিকের সঙ্গে মিলে তাঁদের বঞ্চিত করেন।
মহানগরীর কোনাবাড়ী এলাকার কাদের মার্কেটের বাসিন্দা রেজাউল করিম বলেন, শ্রমিক অসন্তোষ দেখা দিলে জাহাঙ্গীর এই কোম্পানি চালানোর দায়িত্ব নেন। কর্মচারীদের পক্ষে বেতন নিয়ে মালিকের সঙ্গে আলোচনা করেন। কর্মচারীদের তাঁর বাড়িতে ডেকে কিছু কিছু বেতন পরিশোধ করেন।
এনটিকেসির সাবেক কর্মী জেসমিন আক্তার স্বামী-সন্তান নিয়ে কোনাবাড়ীতে থাকেন। এনটিকেসিতে তাঁর চার মাসের বেতন বকেয়া ছিল। তিনি বলেন, ‘২০২২ সালে আন্দোলনের পর জাহাঙ্গীর আলম কারখানায় আসেন। আমাদের তাঁর বাসায় ডাকেন। সেখানে গেলে আমাদের এক মাসের বকেয়া বেতন দেওয়া হয়। কিন্তু চার মাসের বেতন বুঝে পেয়েছি এমন কথা লেখা একটি ফরমে সই নিয়ে আইডি কার্ড রেখে দেওয়া হয়।’
এনটিকেসির এজিএম হযরত আলী বলেন, অভ্যন্তরীণ নানা সমস্যা ও ওয়ার্ক অর্ডারের অভাবে প্রতিষ্ঠানটি রুগ্ণ হয়ে পড়ে। জাহাঙ্গীর আলম এই প্রতিষ্ঠানের সঙ্গে ঝুট ব্যবসা করতেন। সে কারণে তিনি বিভিন্ন সময় টাকা দিয়ে মালিককে সহযোগিতা করেছেন। তাঁরও প্রায় চার মাসের বেতন বকেয়া রয়েছে।
আশপাশের একাধিক শিল্পপ্রতিষ্ঠানের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা পরিচয় গোপন রাখার শর্তে বলেন, তাঁরা জানতেন জাহাঙ্গীর আলম এনটিকেসির ঝুট ব্যবসা করেন। কিন্তু এনটিকেসিতে যখন সমস্যা হয়, তখন তাঁরা শুনেছেন জাহাঙ্গীর আলম ওই প্রতিষ্ঠানের একজন পরিচালক।
নাম প্রকাশ না করার শর্তে গাজীপুর মহানগর ও জেলা আওয়ামী লীগের দুজন সিনিয়র নেতা বলেন, প্রতিষ্ঠানটি চালু করতে সহযোগিতার জন্য এনটিকেসির মালিকপক্ষ তাঁদের কাছে গিয়েছিলেন। তখন মালিকপক্ষ আলিবাবা ৪০ চোরের কথা উল্লেখ করেছিল।
জাহাঙ্গীরের বিরুদ্ধে দুদকে অভিযোগ
জাহাঙ্গীর আলম নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় সম্পদের তথ্য গোপন করেছেন বলে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করেছেন নির্বাচনে গণফ্রন্ট মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। গতকাল দুদকের গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ে এ অভিযোগ করেন তিনি।
অভিযোগে বলা হয়, গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত ও পরে পদত্যাগী মেয়র জাহাঙ্গীর আলম সম্পদের তথ্য গোপন করেছেন, যা তাঁরই নির্বাচনী হলফনামায় উঠে এসেছে। তাঁর ২০১৯-২০ ও ২০২০-২১ অর্থবছরের আয়কর রিটার্ন/বিবরণীতেও সম্পদ গোপন করার ও আয়-ব্যয়ের হিসাবে গরমিল লক্ষ করা গেছে।
অভিযোগে আরও বলা হয়, জাহাঙ্গীর আলম হলফনামায় ছয়দানা-হারিকেন এলাকায় বাড়ির আধুনিক সুপরিসর লিফট, দুই ডজন এসি, ফ্রিজ, টিভি, কম্পিউটার, ল্যাপটপসহ ইলেকট্রনিক সামগ্রীর মূল্য দেখিয়েছেন মাত্র ১ লাখ ৭৫ হাজার টাকা। আর কনফারেন্স টেবিল ও অর্ধশত চেয়ার, আলিশান খাট, রাজকীয় সোফাসহ আসবাবের দাম দেখিয়েছেন মাত্র ১ লাখ ৫০ হাজার টাকা। এসব অস্থাবর সম্পদের মূল্য পাঁচ কোটি টাকার বেশি।
এ বিষয়ে দুদকের গাজীপুরের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোজাহার আলী আজকের পত্রিকাকে বলেন, ‘জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় সম্পদের তথ্য গোপন করার একটি অভিযোগ পেয়েছি। কমিশনের বিধি মোতাবেক এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
সার্বিক বিষয়ে বক্তব্য নিতে জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
গাজীপুরে কোরিয়ান মালিকানাধীন প্রতিষ্ঠান নিউ টাউন নিটওয়্যার কোম্পানিতে (এনটিকেসি) নিজের শেয়ার না থাকার দাবি করলেও ২০১৮ সাল থেকে প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রণ করতেন জাহাঙ্গীর আলম। একসময় তিনি কোম্পানিটির ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। পরে প্রতিষ্ঠানটি আর্থিক সংকটে পড়লে সহযোগিতা করেন। মেয়র হওয়ার পর প্রতিষ্ঠানটি চলে যায় তাঁর কর্তৃত্বে। বকেয়া আদায়ে শ্রমিকদের আন্দোলনের মুখে তাঁর বাসায় ডেকে নিয়ে তাঁদের এক মাসের বেতনও দেওয়া হয়েছিল। প্রতিষ্ঠানটি ২০২২ সালের এপ্রিলে বন্ধ হয়ে যায়।
গতকাল মঙ্গলবার এলাকা ঘুরে ও স্থানীয়দের সঙ্গে আলাপ করে এসব তথ্য জানা গেছে। তবে এসব বিষয়ে জাহাঙ্গীর আলমের বক্তব্য পাওয়া যায়নি। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল হয়েছে এই এনটিকেসির খেলাপি ঋণের কারণে। তিনি ওই ঋণের জামিনদার ছিলেন। গত সিটি নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হয়েছিলেন।
এবার বাছাইয়ে মনোনয়নপত্র বাতিল হলেও আপিল করার কথা ইতিমধ্যে জানিয়েছেন জাহাঙ্গীর আলম। গতকাল সকালে তাঁর আইনজীবী সাফ্ফাত বঙ্গতাজ অডিটরিয়ামে স্থাপিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের মনোনয়নপত্র বাতিল আদেশের সার্টিফায়েড কপির জন্য আবেদন করেছেন বলে জানান।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানায়, মেয়র প্রার্থীসহ ২০ জনকে বিকেল চারটার মধ্যে সার্টিফায়েড কপি দেওয়া হয়েছে। পরে বিভাগীয় কমিশনার জানান, একজন মেয়র, একজন সংরক্ষিত আসনের ও পাঁচজন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র বাতিল আদেশের বিরুদ্ধে আপিল করেছেন। আগামী তিন দিনের মধ্যে আপিল নিষ্পত্তি করা হবে। তবে তিনি জাহাঙ্গীর আলমের নাম উল্লেখ করেননি।
জানা গেছে, মনোনয়নপত্র বাতিল হওয়া অন্য দুই মেয়র পদপ্রার্থী সার্টিফায়েড কপি তোলেননি। জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুনের প্রার্থিতা বৈধ ঘোষিত হয়েছে।
এলাকাবাসী, আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তা ও সাবেক কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৯৬ সালে গাজীপুরের কোনাবাড়ীতে বিশাল ভবনে যাত্রা শুরু হয় এনটিকেসির। শুরু থেকেই সুনাম ছিল প্রতিষ্ঠানটির। জাহাঙ্গীর আলম প্রতিষ্ঠানের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। পরে অভ্যন্তরীণ কিছু সমস্যায় প্রতিষ্ঠানটি আর্থিক সংকটে পড়ে। শ্রমিকদের বেতন, বিদ্যুৎ বিল ও গ্যাস বিল বকেয়া পড়ে। বকেয়া আদায়ে শ্রমিকেরা আন্দোলনে নামেন। বিল বকেয়া থাকায় বিদ্যুৎ ও গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় সহযোগিতার হাত বাড়ান জাহাঙ্গীর। তখন তিনি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বিভিন্ন সময়ে টাকা দিয়ে সহযোগিতা করতেন। ২০১৮ সালে তিনি মেয়র নির্বাচিত হওয়ার পর প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ নেন। ২০২১ সালে চার মাসের বেতন বকেয়া হলে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। জাহাঙ্গীর শ্রমিকদের তাঁর বাসায় ডেকে নেন। সেখানে এক মাসের বেতন পরিশোধ করে চার মাসের বেতন পরিশোধ হয়েছে মর্মে একটি ফরমে সই নেওয়া হয়। এ কারণে অনেক শ্রমিক বেতন নিতে অস্বীকারও করেছিলেন। ২০২১ সালে আংশিক এবং গত বছর এপ্রিলে প্রতিষ্ঠানটি পুরোপুরি বন্ধ হয়ে যায়।
গতকাল দুপুরে এনটিকেসির কারখানার বাইরে গিয়ে দেখা যায়, ফটক বন্ধ। সাততলা ভবনটি সুনসান। কোনো কার্যক্রম নেই। কড়া নাড়লে দুজন নিরাপত্তাকর্মী এলেও বন্ধের বিষয়ে কিছু বলেননি।
কারখানার সামনে ছবি তোলার সময় কয়েকজন নারী শ্রমিক ছবি তোলার কারণ জানতে চান। কথা বলে জানা গেল, তাঁরা এ প্রতিষ্ঠানে কাজ করতেন। তাঁদের আগ্রহের বিষয়, এনটিকেসি আবার চালু হবে কি না। তাঁদের একজন কুড়িগ্রামের মেয়ে রওশন আরা জানান, তিনি সুইং সেকশনে কাজ করতেন। কারখানা বন্ধ হলে তাঁর এক মাসের বেতন আটকে যায়। বর্তমানে তিনি পাশের একটি কারখানায় কাজ করেন। তিনি বলেন, এ কারখানায় জাহাঙ্গীর আলম প্রথমে ঝুটের ব্যবসা করতেন। পরে তিনি মালিকের সঙ্গে মিলে তাঁদের বঞ্চিত করেন।
মহানগরীর কোনাবাড়ী এলাকার কাদের মার্কেটের বাসিন্দা রেজাউল করিম বলেন, শ্রমিক অসন্তোষ দেখা দিলে জাহাঙ্গীর এই কোম্পানি চালানোর দায়িত্ব নেন। কর্মচারীদের পক্ষে বেতন নিয়ে মালিকের সঙ্গে আলোচনা করেন। কর্মচারীদের তাঁর বাড়িতে ডেকে কিছু কিছু বেতন পরিশোধ করেন।
এনটিকেসির সাবেক কর্মী জেসমিন আক্তার স্বামী-সন্তান নিয়ে কোনাবাড়ীতে থাকেন। এনটিকেসিতে তাঁর চার মাসের বেতন বকেয়া ছিল। তিনি বলেন, ‘২০২২ সালে আন্দোলনের পর জাহাঙ্গীর আলম কারখানায় আসেন। আমাদের তাঁর বাসায় ডাকেন। সেখানে গেলে আমাদের এক মাসের বকেয়া বেতন দেওয়া হয়। কিন্তু চার মাসের বেতন বুঝে পেয়েছি এমন কথা লেখা একটি ফরমে সই নিয়ে আইডি কার্ড রেখে দেওয়া হয়।’
এনটিকেসির এজিএম হযরত আলী বলেন, অভ্যন্তরীণ নানা সমস্যা ও ওয়ার্ক অর্ডারের অভাবে প্রতিষ্ঠানটি রুগ্ণ হয়ে পড়ে। জাহাঙ্গীর আলম এই প্রতিষ্ঠানের সঙ্গে ঝুট ব্যবসা করতেন। সে কারণে তিনি বিভিন্ন সময় টাকা দিয়ে মালিককে সহযোগিতা করেছেন। তাঁরও প্রায় চার মাসের বেতন বকেয়া রয়েছে।
আশপাশের একাধিক শিল্পপ্রতিষ্ঠানের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা পরিচয় গোপন রাখার শর্তে বলেন, তাঁরা জানতেন জাহাঙ্গীর আলম এনটিকেসির ঝুট ব্যবসা করেন। কিন্তু এনটিকেসিতে যখন সমস্যা হয়, তখন তাঁরা শুনেছেন জাহাঙ্গীর আলম ওই প্রতিষ্ঠানের একজন পরিচালক।
নাম প্রকাশ না করার শর্তে গাজীপুর মহানগর ও জেলা আওয়ামী লীগের দুজন সিনিয়র নেতা বলেন, প্রতিষ্ঠানটি চালু করতে সহযোগিতার জন্য এনটিকেসির মালিকপক্ষ তাঁদের কাছে গিয়েছিলেন। তখন মালিকপক্ষ আলিবাবা ৪০ চোরের কথা উল্লেখ করেছিল।
জাহাঙ্গীরের বিরুদ্ধে দুদকে অভিযোগ
জাহাঙ্গীর আলম নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় সম্পদের তথ্য গোপন করেছেন বলে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করেছেন নির্বাচনে গণফ্রন্ট মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। গতকাল দুদকের গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ে এ অভিযোগ করেন তিনি।
অভিযোগে বলা হয়, গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত ও পরে পদত্যাগী মেয়র জাহাঙ্গীর আলম সম্পদের তথ্য গোপন করেছেন, যা তাঁরই নির্বাচনী হলফনামায় উঠে এসেছে। তাঁর ২০১৯-২০ ও ২০২০-২১ অর্থবছরের আয়কর রিটার্ন/বিবরণীতেও সম্পদ গোপন করার ও আয়-ব্যয়ের হিসাবে গরমিল লক্ষ করা গেছে।
অভিযোগে আরও বলা হয়, জাহাঙ্গীর আলম হলফনামায় ছয়দানা-হারিকেন এলাকায় বাড়ির আধুনিক সুপরিসর লিফট, দুই ডজন এসি, ফ্রিজ, টিভি, কম্পিউটার, ল্যাপটপসহ ইলেকট্রনিক সামগ্রীর মূল্য দেখিয়েছেন মাত্র ১ লাখ ৭৫ হাজার টাকা। আর কনফারেন্স টেবিল ও অর্ধশত চেয়ার, আলিশান খাট, রাজকীয় সোফাসহ আসবাবের দাম দেখিয়েছেন মাত্র ১ লাখ ৫০ হাজার টাকা। এসব অস্থাবর সম্পদের মূল্য পাঁচ কোটি টাকার বেশি।
এ বিষয়ে দুদকের গাজীপুরের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোজাহার আলী আজকের পত্রিকাকে বলেন, ‘জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় সম্পদের তথ্য গোপন করার একটি অভিযোগ পেয়েছি। কমিশনের বিধি মোতাবেক এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
সার্বিক বিষয়ে বক্তব্য নিতে জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪