নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (কেজিডিসিএল) গ্যাসের প্রি-পেইড মিটারের জন্য ৭০ হাজার আবেদন জমা পড়েছে। আরও ৩০ হাজার আবেদন জমা নেবে কেজিডিসিএল। তারপর এই এক লাখ গ্রাহককে প্রি-পেইড মিটারের আওতায় আনবে সংস্থাটি। ইতিমধ্যে মিটার বসানোর সব রকমের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন বাকি ঠিকাদার নিয়োগের কাজ।
কেজিডিসিএলের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, চলতি বছরের মধ্যে এক লাখ গ্রাহকের বাসায় প্রি-পেইড মিটার বসানোর কাজ সম্পন্ন করতে চান তাঁরা। এ ক্ষেত্রে ‘আগে এলে আগে পাওয়া’ নীতিতে প্রিপেইড মিটার দেওয়া হবে। যাঁরা আগে আবেদন করেছেন, তাঁরা আগে মিটার পাবেন। তবে এখন পর্যন্ত প্রশাসনিক কাজ সম্পন্ন হয়েছে। ঠিকাদার নিয়োগের পরপরই প্রি-পেইড মিটার বসানোর কাজ শুরু হবে। সেটি কয়েক মাসের মধ্যে সম্পন্ন হওয়ার আশা করছেন তাঁরা।
চট্টগ্রামে ২০১৭ সালের মে মাসে প্রিপেইড মিটার স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও, প্রশাসনিক অনুমোদন লাভ করে ২০২১ সালের ১৮ মে। করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত বছর কোনো কাজ করতে পারেননি প্রকল্প সংশ্লিষ্টরা। এই প্রকল্পের কাজ বাস্তবায়নের দায়িত্বে ছিলেন কেজিডিসিএলের মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস) প্রকৌশলী সারোয়ার হোসেন। কিন্তু দুর্নীতির অভিযোগে ২০২১ সালের জুনে দুর্নীতি দমন কমিশনের মামলায় গ্রেপ্তার হন। সাময়িক বহিষ্কারও হন তিনি। এ ঘটনায় কয়েক মাস প্রকল্পের কোনো কাজ হয়নি। পরে দায়িত্ব পান উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. নাহিদ আলম। বর্তমানে প্রকল্পটি তিনি দেখভাল করছেন।
কেজিডিসিএল থেকে সরবরাহ করা তথ্য ঘেঁটে দেখা গেছে, চট্টগ্রামে গ্যাসের গ্রাহক আছেন ১ লাখ ৪৩ হাজার ১৩৩ জন এবং বার্নারের সংখ্যা ৫ লাখ ৯৭ হাজার ৮। চলতি বছরের ৮ মে পর্যন্ত ৭০ হাজার গ্রাহক প্রি-পেইড মিটারের জন্য আবেদন করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা জানান, এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ২৪১ কোটি টাকা। প্রথম পর্যায়ে এলাকাভিত্তিক গ্রাহকদের প্রি-পেইড মিটারের আওতায় আনা হলেও, এবার আর তা করা হচ্ছে না। দ্বিতীয় পর্যায়ে নগরীর যেকোনো এলাকার গ্রাহকই অনলাইন আবেদনের মাধ্যমে প্রিপেইড মিটার সংযোগ নিতে পারবেন।
ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (কেজিডিসিএল) গ্যাসের প্রি-পেইড মিটারের জন্য ৭০ হাজার আবেদন জমা পড়েছে। আরও ৩০ হাজার আবেদন জমা নেবে কেজিডিসিএল। তারপর এই এক লাখ গ্রাহককে প্রি-পেইড মিটারের আওতায় আনবে সংস্থাটি। ইতিমধ্যে মিটার বসানোর সব রকমের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন বাকি ঠিকাদার নিয়োগের কাজ।
কেজিডিসিএলের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, চলতি বছরের মধ্যে এক লাখ গ্রাহকের বাসায় প্রি-পেইড মিটার বসানোর কাজ সম্পন্ন করতে চান তাঁরা। এ ক্ষেত্রে ‘আগে এলে আগে পাওয়া’ নীতিতে প্রিপেইড মিটার দেওয়া হবে। যাঁরা আগে আবেদন করেছেন, তাঁরা আগে মিটার পাবেন। তবে এখন পর্যন্ত প্রশাসনিক কাজ সম্পন্ন হয়েছে। ঠিকাদার নিয়োগের পরপরই প্রি-পেইড মিটার বসানোর কাজ শুরু হবে। সেটি কয়েক মাসের মধ্যে সম্পন্ন হওয়ার আশা করছেন তাঁরা।
চট্টগ্রামে ২০১৭ সালের মে মাসে প্রিপেইড মিটার স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও, প্রশাসনিক অনুমোদন লাভ করে ২০২১ সালের ১৮ মে। করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত বছর কোনো কাজ করতে পারেননি প্রকল্প সংশ্লিষ্টরা। এই প্রকল্পের কাজ বাস্তবায়নের দায়িত্বে ছিলেন কেজিডিসিএলের মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস) প্রকৌশলী সারোয়ার হোসেন। কিন্তু দুর্নীতির অভিযোগে ২০২১ সালের জুনে দুর্নীতি দমন কমিশনের মামলায় গ্রেপ্তার হন। সাময়িক বহিষ্কারও হন তিনি। এ ঘটনায় কয়েক মাস প্রকল্পের কোনো কাজ হয়নি। পরে দায়িত্ব পান উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. নাহিদ আলম। বর্তমানে প্রকল্পটি তিনি দেখভাল করছেন।
কেজিডিসিএল থেকে সরবরাহ করা তথ্য ঘেঁটে দেখা গেছে, চট্টগ্রামে গ্যাসের গ্রাহক আছেন ১ লাখ ৪৩ হাজার ১৩৩ জন এবং বার্নারের সংখ্যা ৫ লাখ ৯৭ হাজার ৮। চলতি বছরের ৮ মে পর্যন্ত ৭০ হাজার গ্রাহক প্রি-পেইড মিটারের জন্য আবেদন করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা জানান, এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ২৪১ কোটি টাকা। প্রথম পর্যায়ে এলাকাভিত্তিক গ্রাহকদের প্রি-পেইড মিটারের আওতায় আনা হলেও, এবার আর তা করা হচ্ছে না। দ্বিতীয় পর্যায়ে নগরীর যেকোনো এলাকার গ্রাহকই অনলাইন আবেদনের মাধ্যমে প্রিপেইড মিটার সংযোগ নিতে পারবেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪