Ajker Patrika

প্রতারকের খপ্পরে ইজিবাইক চালক

ডুমুরিয়া প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৫: ৪৫
প্রতারকের খপ্পরে ইজিবাইক চালক

ডুমুরিয়ায় মোবাইল ফোনে এক প্রতারকের খপ্পরে পড়ে ২৪ হাজার ৫০০ টাকা খোয়ালেন মো. আবদুল্লাহ শেখ নামের এক ইজিবাইক চালক। জানা গেছে, উপজেলার চাকুন্দিয়া গ্রামের মৃত সোহরাব হোসেন শেখের পুত্র মো. আবদুল্লাহ শেখের নম্বরে শুক্রবার সন্ধ্যায় একটি কল আসে। এ সময় অপর প্রান্ত থেকে বলা হয় লটারির মাধ্যমে আপনি ১০ লক্ষ টাকা পেয়েছেন। টাকাগুলো আমাদের কাছে আছে। এটা আপনার মোবাইলে পাঠাতে ২৪ হাজার ৫০০ টাকা খরচ হবে।

এ কথা বিশ্বাস করে তিনি চুকনগর বাজারের ইকোল হোসেন গাজীর লোডের দোকান থেকে ২৪ হাজার ৫০০ টাকা প্রতারকদের দেওয়া নম্বরে বিকাশ করে দেন। এরপর তিনি বিকাশের দোকানে বসে অপেক্ষা করতে থাকেন টাকা পাওয়ার জন্য। কিন্তু টাকা পেয়েই অল্পক্ষণের মধ্যে প্রতারক নম্বরটি বন্ধ করে দেয়।

দোকানদার দোকান বন্ধ করার সময় আবদুল্লাহর কাছে টাকা চাইলে তিনি মোবাইলে টাকা আসবে বলে অপেক্ষা করতে বলেন। কিন্তু ১ ঘণ্টা পার হলেও কোন টাকা আসেনি এবং মোবাইল নম্বরটি বন্ধ হওয়ায় বিস্তারিত খুলে বলেন। পরে নিরূপায় হয়ে তিনি জমি বন্ধক রেখে দোকানদারের টাকা পরিশোধ করেন। বিষয়টি স্থানীয় রফিকুল ইসলাম গাজী ও বিলায়েত হোসেন গাজী নিশ্চিত করেছেন। ডুমুরিয়া থানা ওসি মো. ওবাইদুর রহমান জানান, আবদুল্লাহ নামে এক ব্যক্তি মোবাইল ফোনে প্রতারণার শিকার হয়ে থানায় এসেছিলেন। তিনি টাকা খোয়া যাওয়া নম্বরটি দিয়ে গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপালগঞ্জে কারাগার থেকে হাতকড়া-পোশাক চুরি, কারারক্ষী গ্রেপ্তার

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

ঐকমত্য কমিশনের বৈঠকে উত্তেজনা, রাষ্ট্রের মূলনীতি নিয়ে বিরোধ

ভারতে এক বছরের শিশুর কামড়ে প্রাণ হারাল বিষধর গোখরা

দুই বন্ধুর বিচ্ছেদই কি আগুন জ্বালাল থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত