Ajker Patrika

নৌকা প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৫: ৩৬
নৌকা প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ

রাজবাড়ীর পাংশায় সাংবাদ সম্মেলন করে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনা হয়েছে। আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. আবু হোসেন খান এই সংবাদ সম্মেলন করেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ৩ নম্বর যশাই বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তিনি। গত বৃহস্পতিবার রাত ৮টায় ইউনিয়নের যশাই বাজারে তাঁর নির্বাচনী অফিসে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. সিদ্দিকুর রহমান তাঁকে হেয়প্রতিপন্ন করার জন্য মিথ্যা গুজব রটাচ্ছেন। নির্বাচনী সমর্থকদের সন্ত্রাসী বাহিনী দিয়ে ভয়ভীতি দেখাচ্ছেন।

গত সোমবার সিদ্দিকুর রহমানসহ প্রায় ১০ থেকে ১২ জন দেশীয় অস্ত্র, হাতুড়ি ও লাঠিসোঁটা নিয়ে যশাই বাজারে তাঁর সমর্থকদের মারধর ও অফিস ভাঙচুর করতে আসে। এ সময় তাঁরা নিজেরাই নিজেদের মোটরসাইকেল ভাঙচুর করেন। তাঁর ছোট ভাই খাদ্য কর্মকর্তা মনোয়ার হোসেন মন্টু কর্মস্থল মাগুরাতে রয়েছেন। তাঁর ভাইয়ের নেতৃত্বে এই হামলা করা হয়েছে বলে মিথ্যা অভিযোগ এনে গত মঙ্গলবার বিকেলে সাংবাদ সম্মেলন করে সংবাদ প্রকাশ করেন। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তিনি আরও বলেন, তিনি যশাই ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। করোনাকালীন সময়ে সরকারি চাল ও পাটবীজ চুরি মামলায় একাধিকবার জেল খেটেছেন। যার মামলা এখনো চলমান। মো. সিদ্দিকুর রহমান সন্ত্রাসী কর্মকাণ্ড ধামাচাপা দেওয়ার জন্য তিনি ও তাঁর পরিবারের বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ করেছেন। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে সংবাদ সম্মেলনে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে মো. আবু হোসেন খানের সমর্থকেরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত