লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটে শীত পুরোপুরি জেঁকে না বসলেও এর আগমনে জমে উঠেছে শীতবস্ত্র বিক্রি। শহরের ফুটপাত থেকে শুরু করে অভিজাত বিপণি-বিতানে মানুষের উপস্থিতি জানান দিচ্ছে শীতে প্রস্তুতি নেওয়ার কথা।
আবহাওয়া অফিস বলছে, তাপমাত্রা ধারাবাহিকভাবে কমবে। শীত আসতে শুরু করেছে। সপ্তাহ খানিকের মধ্যে শীত বাড়তে পারে।
গত কয়েকদিনে শহর ও উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, শীতের আগমনে প্রস্তুতি হিসেবে শীতবস্ত্রের বিক্রি বেড়েছে লালমনিরহাট শহরের বিপণি-বিতান ও ফুটপাতের দোকানগুলোতে।
লালমনিরহাট শহরের বিডিআর গেট, স্টেশন রোডসহ ফুটপাতের দোকানগুলোতে দেখা গেছে নতুন-পুরোনো শীতবস্ত্রের হাট বসেছে। সর্বনিম্ন ৫০ টাকা থেকে শুরু করে হাজার টাকায় এখানে মিলছে শীতবস্ত্র। এসব দোকানে নিম্ন আয়ের মানুষই বেশি দেখা গেছে। এখানে সোয়েটার, চাদর, কম্বল, মোটা বিছানার চাদর থেকে শুরু করে সব ধরনের শীতবস্ত্র মিলছে। কেনাকাটা করতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ দেখা গেছে।
সাজিদ নামের এক ক্রেতা জানান, বড় মার্কেটের চাইতে এখানে শীতবস্ত্র অনেক সস্তা তাই প্রতি বছর শীতের কাপড় কেনেন তিনি। তিনি বলেন, ‘সাধ্যের মধ্যে এখানে সব ধরনের শীতের কাপড় পাওয়া যায়। তবে মার্কেটে গেলে টাকায় কুলিয়ে ওঠা যায় না। সেখান থেকে কিনলে পরিবারের সবার জন্য শীতের কাপড় কেনা সম্ভবও হয় না।’
তুষভান্ডার বাজারের মোজাম্মেল নামে এক শীতবস্ত্র বিক্রেতা বলেন, এখানে অনেক ধরনের পোশাক পাওয়া যায়। নতুন, পুরোনো, আধা পুরোনো সব ধরনের কাপড় এখানে সুলভ মূল্যে তাঁরা বিক্রি করেন।
লালমনিরহাট শহরের কম্বলের দোকানগুলোতে গিয়ে দেখা গেছে, ক্রেতাদের উপচে পড়া ভিড়। এখানে ২০০ টাকা থেকে শুরু করে ৫ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের কম্বল বিক্রি হচ্ছে। গত মঙ্গলবার রাতে গিয়ে দেখা যায় অনেকেই এসেছেন হতদরিদ্র মানুষের মধ্যে বিতরণের জন্য কম্বল কিনতে। কেউ কেউ এসেছেন পাইকারি কেনার জন্য। নিজের ব্যবহারের জন্য কিনতে এসেছেন অনেকে।
আবুল হোসেন নামের এক ব্যবসায়ী বলেন, শীতের আগমনে মানুষ কম্বল ও শীতবস্ত্র কিনতে শুরু করেছে। আশা করা যাচ্ছে আগামী সপ্তাহের মধ্যে বেচাকেনা আরও বাড়বে।
শহরের গোসালা রোডের বিপণি-বিতানে গিয়ে দেখা যায়, দোকানগুলোতে ক্রেতাদের ভিড়। ক্রেতাদের বেশির ভাগ এসেছেন শীতবস্ত্র কিনতে।
লালমনিরহাটে শীত পুরোপুরি জেঁকে না বসলেও এর আগমনে জমে উঠেছে শীতবস্ত্র বিক্রি। শহরের ফুটপাত থেকে শুরু করে অভিজাত বিপণি-বিতানে মানুষের উপস্থিতি জানান দিচ্ছে শীতে প্রস্তুতি নেওয়ার কথা।
আবহাওয়া অফিস বলছে, তাপমাত্রা ধারাবাহিকভাবে কমবে। শীত আসতে শুরু করেছে। সপ্তাহ খানিকের মধ্যে শীত বাড়তে পারে।
গত কয়েকদিনে শহর ও উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, শীতের আগমনে প্রস্তুতি হিসেবে শীতবস্ত্রের বিক্রি বেড়েছে লালমনিরহাট শহরের বিপণি-বিতান ও ফুটপাতের দোকানগুলোতে।
লালমনিরহাট শহরের বিডিআর গেট, স্টেশন রোডসহ ফুটপাতের দোকানগুলোতে দেখা গেছে নতুন-পুরোনো শীতবস্ত্রের হাট বসেছে। সর্বনিম্ন ৫০ টাকা থেকে শুরু করে হাজার টাকায় এখানে মিলছে শীতবস্ত্র। এসব দোকানে নিম্ন আয়ের মানুষই বেশি দেখা গেছে। এখানে সোয়েটার, চাদর, কম্বল, মোটা বিছানার চাদর থেকে শুরু করে সব ধরনের শীতবস্ত্র মিলছে। কেনাকাটা করতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ দেখা গেছে।
সাজিদ নামের এক ক্রেতা জানান, বড় মার্কেটের চাইতে এখানে শীতবস্ত্র অনেক সস্তা তাই প্রতি বছর শীতের কাপড় কেনেন তিনি। তিনি বলেন, ‘সাধ্যের মধ্যে এখানে সব ধরনের শীতের কাপড় পাওয়া যায়। তবে মার্কেটে গেলে টাকায় কুলিয়ে ওঠা যায় না। সেখান থেকে কিনলে পরিবারের সবার জন্য শীতের কাপড় কেনা সম্ভবও হয় না।’
তুষভান্ডার বাজারের মোজাম্মেল নামে এক শীতবস্ত্র বিক্রেতা বলেন, এখানে অনেক ধরনের পোশাক পাওয়া যায়। নতুন, পুরোনো, আধা পুরোনো সব ধরনের কাপড় এখানে সুলভ মূল্যে তাঁরা বিক্রি করেন।
লালমনিরহাট শহরের কম্বলের দোকানগুলোতে গিয়ে দেখা গেছে, ক্রেতাদের উপচে পড়া ভিড়। এখানে ২০০ টাকা থেকে শুরু করে ৫ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের কম্বল বিক্রি হচ্ছে। গত মঙ্গলবার রাতে গিয়ে দেখা যায় অনেকেই এসেছেন হতদরিদ্র মানুষের মধ্যে বিতরণের জন্য কম্বল কিনতে। কেউ কেউ এসেছেন পাইকারি কেনার জন্য। নিজের ব্যবহারের জন্য কিনতে এসেছেন অনেকে।
আবুল হোসেন নামের এক ব্যবসায়ী বলেন, শীতের আগমনে মানুষ কম্বল ও শীতবস্ত্র কিনতে শুরু করেছে। আশা করা যাচ্ছে আগামী সপ্তাহের মধ্যে বেচাকেনা আরও বাড়বে।
শহরের গোসালা রোডের বিপণি-বিতানে গিয়ে দেখা যায়, দোকানগুলোতে ক্রেতাদের ভিড়। ক্রেতাদের বেশির ভাগ এসেছেন শীতবস্ত্র কিনতে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪