Ajker Patrika

কুষ্টিয়ায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৬: ১৯
কুষ্টিয়ায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা

কুষ্টিয়া অনলাইন প্রেস ইউনিটির অভিষেক অনুষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে প্রেস ইউনিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও কুষ্টিয়া শাখা সভাপতি শৈবাল আদিত্যর সভাপতিত্বে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রবিউল হক।

সম্মাননা ও অভিষেক অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, অনলাইন প্রেস ইউনিটি ও এর সংবাদ যোদ্ধাদের পথচলা আমাকে অবাক করেছে। এরা সুষ্ঠু ধারায় সংবাদ পরিবেশন করার মাধ্যমে সমাজের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কাজ করবে, এটাই সবার কামনা।

অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন ইউনিটির প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকুল খসরু ও অনলাইন প্রেস ইউনিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা। অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের চেতনার কথা শোনান।

এ সময় আরও বক্তব্য দেন লালন গবেষক দেবোরাহ জান্নাত, কুষ্টিয়া অনলাইন প্রেস ইউনিটির সহসভাপতি নুর ইসলাম রবিউল প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১ হাজার টাকায় ৪ থ্রি-পিস দেওয়ার বিজ্ঞাপন দেখে নারীদের ভিড়, বেকায়দায় শোরুম কর্তৃপক্ষ

একাত্তরের হত্যাযজ্ঞে সম্পৃক্ততার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন: জামায়াত

মার্কিন প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়েছি: কানাডার প্রধানমন্ত্রী

আ.লীগ-জাপাকে ভোটের বাইরে রাখলে গৃহযুদ্ধের সূত্রপাত হতে পারে: শামীম পাটোয়ারী

আ.লীগ নেতার মরদেহ উদ্ধার, ছেলেকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ